ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

অস্ট্রেলিয়ার স্পিন ফাঁদে ১০৯ রানে অলআউট ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০১:৩১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

আসসালামু আলাইকুম।

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৯ রানেই অলআউট হয়েছে ভারত। ইন্দোরে অজি বোলারদের বিপক্ষে ভারতীয় ব্যাটাররা লড়ছে মাত্র ৩৩.২ ওভার। অবশ্য বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচ থেকে পিচ নিয়ে ছিল নানামুখী সমালোচনা। সিরিজের প্রথম দুই ম্যাচে প্রথমে ব্যাট করে অসহায় আত্মসমর্পণ করেছিল সফরকারীরা।

প্রথম দুই ম্যাচে পরে ব্যাট করে জয় পাওয়া ভারত এদিন টস জিতে নিয়েছিল ব্যাটিং সিদ্ধান্ত। ইনিংসের ষষ্ঠ ওভারেই অধিনায়ক রোহিত শর্মা প্যাভিলিয়নে ফিরেন। ম্যাথু কুহেনম্যানের বলে আউট হওয়ার আগে করেছিলেন ১২ রান। অজি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকা শুভমান গিলও ব্যক্তিগত ২১ রানে ফাঁদে পড়েন ম্যাথুর বোলিংয়ে।

শুভমান গিলেরও আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। অজি স্পিনারদের তোপের মুখে এক এক করে প্যাভিলিয়নের পথ ধরেন চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা ও শ্রেয়াস আয়ার।

ঘরের মাঠে ৪৫ রানে ৫ উইকেট হারানো ভারতকে টেনে তোলার কাজ করেন বিরাট কোহলি ও শ্রীকর ভারত। এই জুটি থেকে আসে ২৫ রান। ২২ রানে কোহলির আউটের পর ভারত আউট হয় ১৭ রানে।

৭ উইকেটে ৮৭ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় টিম ইন্ডিয়া।তবে তাদের ইনিংস এরপর আর বেশি বড় হয়নি।শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ১০৯ রানেই থামে ভারতের ব্যাটিং। শেষ দিকে উমেশ যাদবের ব্যাট থেকে আসে ১৭। অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ১২ রান করে। অজিদের পক্ষে ১৬ রানে ৫ উইকেট নেন কুহেনম্যানক এবং নাথান লিয়নের শিকার ৩ উইকেট।

 

-নট আউট/এমআরএস/এএডি

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷