‘৫২’ টেস্ট কম খেলে কোহলিকে স্পর্শ করলেন উমেশ
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ২২:৪১

আসসালামু আলাইকুম.....
নট আউট ডেস্কঃ বিশ্বক্রিকেটে বোলারদের ব্যাট হাতে দারুণভাবে শাসন করেন বিরাট কোহলি। মাঝে বেশ কিছু মাস ছন্দ হারালেও বর্তমানে রানে ফিরেছেন তিনি। যদিও টেস্ট ক্রিকেট ছক্কার বিচারে তিনি পেছনে পড়েছেন স্বদেশী মোহাম্মদ শামির কাছে। এবার তাকে স্পর্শ করলেন আরেক পেসার উমেশ যাদব।
১০৭টি টেস্টের ১৮১টি ইনিংসে ব্যাট করতে নেমে কোহলি মোট ২৪টি ছক্কা মেরেছেন। উমেশ যাদব ৫৫টি টেস্টের ৬৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৪টি ছক্কা হাঁকালেন।
ছয়ের হিসাব খুব বড় করে দেখার কিছু নেই। কেননা বিরাট কোহলির ৮২১৭ রানের বিপরীতে যাদবের টেস্ট রান ৪৫৪।
উমেশ টেস্ট ছক্কার বিচারে আগেই পিছনে ফেলেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়কে। দ্রাবিড় টেস্টে মোট ২১টি ছক্কা মেরেছেন। এছাড়া উমেশ টেস্টে ভিভিএস লক্ষ্মণ (৫), মহম্মদ আজহারউদ্দিন (১৯), গুণ্ডাপ্পা বিশ্বনাথ (৬), দিলীপ বেঙ্গসরকার (১৭), চেতেশ্বর পূজারার (১৫) মতো তারকা ক্রিকেটারদের থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: