দুই দিনেই শেষ ৩০ উইকেট, জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭৬ রান
প্রকাশিত: ৩ মার্চ ২০২৩ ০৫:১৪

আসসালামু আলাইকুম..
নিউজ ডেস্কঃ ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে বড় লিডের পথে যাচ্ছিল টিম অস্ট্রেলিয়া। তবে শেষ ১১ রানে ৬ উইকেট হারিয়ে সফরকারীরা অলআউট হয়েছে ১৯৭ রানে। অস্ট্রেলিয়ার চেয়ে ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিক ভারত। নাথান লায়নের ৮ উইকেট প্রাপ্তির দিনে ভারত অলআউট হয়েছে ১৬৩ রানে।
প্রথম ইনিংসে কুনেম্যান ৫ উইকেট নিয়ে থাকলে দ্বিতীয় ইনিংসে সেই কাজ করলেন লায়ন। একের পর এক উইকেট নিলেন তিনি। কোহলি আবার ম্যাথু কুনেম্যানের বলে আড়া ব্যাটে খেলতে গিয়ে ১৩ রানের মাথায় উইকেট দিয়ে ফিরলেন। রবীন্দ্র জাদেজা, শ্রীকর ভরতও রান পাননি। ব্যর্থতার জন্য দায়ী ভারতীয় ব্যাটাররাই।
এক প্রান্তে উইকেট পড়লেও আর এক প্রান্তে টিকেছিলেন পুজারা। ধরে খেলছিলেন তিনি। কোনও তাড়াহুড়ো করেননি। শু চলতি সিরিজ়ে নিজের প্রথম অর্ধশতরান করলেন পুজারা।
বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট জিততে শেষ তিন দিনে সফরকারীদের করতে হবে ৭৬ রান। পিচের অবস্থা মোটেও সুবিধার না হওয়ায় এই সামান্য রান করতেও বেগ পেতে হতে পারে সফরকারীদের।
এই সিরিজে শুরু থেকেই পিচ নিয়ে ছিল চরম অভিযোগ। প্রথম দুই টেস্টে পাত্তা পায়নি অজিরা। তৃতীয় টেস্টে এসেছে ভারতের অবস্থাও শোচনীয়।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: