ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

আড়াই দিনে শেষ টেস্ট, শাস্তির মুখে ইন্দোরের পিচ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০২:০১

ভারত বনাম অস্ট্রেলিয়া। ফাইল ছবি ভারত বনাম অস্ট্রেলিয়া। ফাইল ছবি

আসসালামু আলাইকুম

নট আউট ডেস্কঃ ইন্দোরে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট শেষ হয়েছিল আড়াই দিনেরও কম সময়ে। ৩১ উইকেট পতনের এই টেস্টে সফরকারী অস্ট্রেলিয়া জিতে ৯ উইকেটের বড় ব্যবধানে। ইন্দোরের স্পিন স্বর্গে অনুমেয়ভাবেই ছড়ি ঘুরিয়েছিলেন স্পিনাররাই। ৩১ উইকেটের মধ্যে ২৬ উইকেট তুলে নিয়েছিল দুই দলের স্পিনাররা। 

এবার ইন্দোরে এমন পিচ বানানোর জন্য শাস্তির মুখে পড়েছে ভারত। আইসিসির ভাষ্য অনুযায়ী ইন্দোরের পিচকে ‘খারাপ’ আখ্যা দেওয়া হয়েছে। সেই সাথে যুক্তি হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্টও। যদিও আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বিসিসিআই। তার জন্য আগামী ১৪ কার্যদিবসের মধ্যেই করতে হবে আবেদন। 

আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ভেন্যু পাঁচ বছরের মধ্যে মোট পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞার কবলে পড়ে। ফলে, তিনটি ডিমেরিট পেয়ে ইন্দোরে ম্যাচ আয়োজনে খানিকটা শঙ্কার মুখেই পড়তে হচ্ছে ভারতকে।   

উল্লেখ্য, আগামী ৯ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে চার ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ। সিরিজে ২-১ ব্যবধানে স্বাগতিক ভারত এগিয়ে থাকলেও, আহমেদাবাদেই হতে যাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ নির্ধারনী। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷