ভারতের সবকটি পিচ খুবই ‘বাজে’: টেলর
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০৯:৪৩

আসসালামু আলাইকুম
নট আউট ডেস্কঃ চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির চার টেস্টের তিনটিই ইতিমধ্যে শেষ হয়েছে। তবে, প্রথম তিন টেস্টের কোনটিই খেলা গড়ায়নি পঞ্চম দিন পর্যন্ত। ইন্দোরে তৃতীয় টেস্ট শেষ হয়েছে আড়াই দিনেরও কম সময়ে। আর তাই অস্ট্রেলিয়ার এবারের ভারত সফরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে উইকেট নিয়ে।
এদিকে আড়াই দিনের কম সময়ে শেষ হওয়া ইন্দোরের পিচকে ‘খারাপ’ হিসেবে আখ্যা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এবার সেই সুরেই সুর মেলালেন, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর। ভারতীয় পিচের সমালোচনা করে তিনি বলেন, ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এখন পর্যন্ত ব্যবহৃত সব উইকেটই ‘খুব খারাপ’।
সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে টেলর বলেন, ‘ইন্দোরের উইকেট ‘নিম্নমানের’ রেটিং পাবে (ইতিমধ্যে তিনটি ডিমেরিট পেয়েছে)। কারণ শুরু থেকেই ইন্দোরে স্পিনাররা যে টার্ন পাচ্ছিলেন, তা অবিশ্বাস্য!’
‘আমি ইন্দোরের পিচকে দেওয়া রেটিংয়ের সঙ্গে একমত। সত্যি বলতে আমার মতে, পুরো সিরিজের পিচগুলোই ছিল নিম্নমানের। তিনটির মধ্যে ইন্দোরের পিচ ছিল সবচেয়ে বাজে। আমার মনে হয় না, প্রথম দিন থেকেই উইকেট এতটা ভয়ংকর হওয়া উচিত। চতুর্থ কিংবা পঞ্চম দিনে এমনটা হলে মানা যায়, যদি ম্যাচ অতটা দীর্ঘ হয়। কিন্তু প্রথম দিন থেকে অবশ্যই নয়, এটা স্রেফ বাজে ব্যাপার। আমার চোখে, ইন্দোরের পিচ খুবই বাজে ছিল এবং এটাকে সে অনুযায়ী রেটিং দেওয়া উচিত।’ যোগ করে বলেন টেলর।
উল্লেখ্য, আগামী ৯ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে চার ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ। সিরিজে ২-১ ব্যবধানে স্বাগতিক ভারত এগিয়ে থাকলেও, আহমেদাবাদেই হতে যাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ নিষ্পত্তি।
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: