পরিবারে মৃত্যু সংবাদ, তবুও ক্রিকেট দায়িত্বে উইলিয়ামসন
প্রকাশিত: ৮ মার্চ ২০২৩ ০৪:২৭

নট আউট ডেস্কঃ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের দাদী জোয়ান উইলিয়ামসন-অর’ মারা গেছেন। তাওপোর মেয়র ছিলেন তিনি। দাদীর মৃত্যু শোকে ও পরিবারকে সময় দিতে বাড়িতে আছেন কেন। তবে কিউই টেস্ট অধিনায়ক টিম সাউদি জানিয়েছেন, ম্যাচের আগে দলে যোগ দেবেন উইলিয়ামসন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। ওই সিরিজে জয় পেলে শ্রীলঙ্কার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ থাকবে। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ওই সিরিজের প্রথম ম্যাচের আগে সাউদি বলেছেন, ‘আমরা কেন উইলিয়ামসনের দলে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’
সাউদি জানান, কেনের এখন যেখানে থাকা সবচেয়ে জরুরী সেখানে আছেন তিনি। ঘরের মাঠে সর্বশেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১ রানে জিতেছে নিউজিল্যান্ড। ফলোঅনে পড়েও দলকে জেতাতে সেঞ্চুরি করে বড় অবদান রেখেছিলেন দলটির টপ অর্ডার ব্যাটার উইলিয়ামসন।
ইংল্যান্ডের বিপক্ষে ১ রানে জয় পাওয়া টেস্ট নিয়ে অনেক কথা হওয়ায় খুশি বলেও উল্লেখ করেন সাউদি, ‘বেসিন রিজার্ভে পাঁচদিন টেস্ট চলেছে এবং আমরা ১ রানে জিতেছি। অনেকে ওই টেস্ট নিয়ে কথা বলছেন। ঐতিহাসিক টেস্টের অংশ হতে পেরে খুশি। ভক্তরা টেস্ট নিয়ে কথা বলছে মানে এটি জনপ্রিয় হয়ে উঠছে।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: