ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

চমক দিয়ে আফগান সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ২১:৪৯

পাকিস্তানের নেতৃত্ব শাদাবের হাতে। ফাইল ছবি

পাকিস্তানের নেতৃত্ব শাদাবের হাতে। ফাইল ছবি

পাকিস্তানের নেতৃত্ব শাদাবের হাতে। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলতি মাসের শেষ সপ্তাহে শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ঘোষিত স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নিয়মিত অধিনায়ক বাবর আজম বিশ্রামে থাকায় এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার শাদাব খান।

আসন্ন আফগান সিরিজে দলের একাধিক তারকা ক্রিকেটার দেওয়া হবে বিশ্রাম, সেটা বেশ কিছুদিন ধরেই ছিল গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জন সত্য করে আসন্ন আফগান সিরিজে অধিনায়ক বাবর আজম ছাড়াও মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হ্যারিস রউফ ও শাহিন আফ্রিদিকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। 

বিজ্ঞাপন

undefined

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফর্ম করা একাধিক ক্রিকেটার জাতীয় দলে ডাক পেয়েছেন প্রথমবারের মতো। এই তালিকায় রয়েছেন ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, তায়েব তাহির ও জামান খানরা। এদিকে দল থেকে বাদ পড়েছেন আসিফ আলী, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন ও খুশদিল শাহ। 

১৫ সদস্যের এই দলে ফেরানো হয়েছে আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমকে। এছাড়া রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আবরার আহমেদ, হাসিবুল্লাহ ও উসামা মিরকে।

আফগান সিরিজে পাকিস্তান স্কোয়াড: শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, তায়েব তাহির, জামান খান, ইফতেখার আহমেদ, মোহাম্মদ হ্যারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শান মাসুদ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷