২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ম্যাথিউস
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ ১৫:০০

নট আউট ডেস্কঃ দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে রেখেছে লঙ্কা নির্বাচক প্যানেল। এদিকে এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন কুশাল পেরেরা।
পেরেরার সীমিত ওভারের দলে জায়গা পাওয়া চমক হয়েই এসেছে। গত ১৬ মাস ধরেই তিনি কাঁধের ইনজুরি বয়ে বেড়িয়েছে। এরপরও টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া আলোচনার খোরাক যুগিয়েছে। এদিকে ম্যাথিউস কিছুদিন আগেই শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে খেলেছেন।
টি-টোয়েন্টি স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, কুশল পেরেরা, লাসিথ ক্রুসপুলে, সাদিরা সামারাবিক্রমা, নুওয়ানিদু ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুনিথ ওয়াল্লাগাল্লে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা ও প্রমোদ মাদুশান।
ওয়ানডে স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, নুওয়ানিদু ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লাগাল্লে, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুনারত্নে ও মাথিশা পাথিরানা।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: