ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ভারতীয় পিচের ‘বাজে’ রেটিং বদলে নিলো আইসিসি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ১৫:২৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ইন্দোরে সোয়া দুইদিনে শেষ ম্যাচ। স্বাগতিক ভারতের বিপক্ষে অজিদের জয় ৯ উইকেটে। সেই ম্যাচের পর ইন্দোরের পিচকে ‘বাজে’ রেটিং দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। একই সাথে দেওয়া হয়েছিল তিনটি ডিমেরিট পয়েন্ট। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনে পর ‘বাজে’ রেটিং বদলে নিয়েছে আইসিসি। একই সাথে তুলে নেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্ট।

‘বাজে’ রেটিং পরিবর্তন ও ডিমেরিট পয়েন্ট প্রত্যাহারের পর এই পিচকে ‘গড়পড়তার নিচে’ রেটিং দিয়েছে আইসিসি।  

ওয়াসিম খান এবং রজার হার্পারকে নিয়ে গড়া প্যানেল এই রায় দিয়েছে। টেস্টের ফুটেজ পুনরায় দেখে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ রেফারি ক্রিস ব্রডের গাইডলাইন অনুসরণ করা হয়েছে। তবে বাজে রেটিং দেওয়ার মতো পিচে অতিরিক্ত উঁচুনিচু বাউন্স দেখা যায়নি।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি তিন টেস্টের পিচকে (নাগপুর, দিল্লি ও আহমেদাবাদ) গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। চার টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷