স্পিনারদের দিয়েই বিশ্বকাপে সেরা হবে আফগানিস্তান
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ১৫:১৫

নট আউট ডেস্কঃ মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব-উর রহমান। আফগানিস্তান জাতীয় দলের তিন রহস্যময় স্পিনার। এই স্পিনারদের হাত ধরেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দলটি অন্যতম সেরা দল হবে বলে মনে করেন শোয়েব আখতার।
শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে হোয়াইট-ওয়াশের শঙ্কায় পড়েছিল সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের রানারআপ দলটি। নিজ দেশের এমন হারে যেমন হতাশ শোয়েব। তেমনি প্রশংসা করেছে আফগানিস্তানের।
আফগান স্পিনারদের নিয়ে শোয়েব বলেন, ‘আফগানিস্তান দারুণ শক্তিশালী দল। ওদের স্পিনাররা দুর্দান্ত। মোহাম্মদ নবি ভাল বোলিং করেছে। ওদের প্রতিটি স্পিনারই রহস্য স্পিনার। এই মিস্ট্রি স্পিনারদের নিয়ে আফগানিস্তান বিশ্বকাপের অন্যতম সেরা দল হবে।’
আফগানিস্তানের পাশাপাশি বাঙালি ক্রিকেটারদের নিয়ে শোয়েব বলেন, ‘আমি খুবই খুশি। পাঠান ও বাঙালিরা যদি নিজেদের ক্ষমতা সঠিক উপায়ে প্রয়োগ করে তাহলে তারা বিশ্বের সেরা জাতি হতে পারে। কারণ এই দুটি জাতির মধ্যে কিছু করে দেখানোর জেদ রয়েছে, রয়েছে ইচ্ছাশক্তি, রয়েছে রক্তের তেজ। এই তেজ ও ইচ্ছাশক্তিকে যদি ইতিবাচক উপায়ে সঠিক পথে ব্যবহার করা হয়, তাহলে বিশ্বসেরা হতেই পারে। আমার পাঠান ভাইরা (আফগানিস্তান) জিতেছে, এতে আমি দারুণ খুশি।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: