ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

টি-টোয়েন্টির রাজা রশিদ খান, জয়জয়কার আফগানদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ১৮:৫২

আফগান দল। ফাইল ছবি আফগান দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আবারও পুনরুদ্ধার করেছেন আফগান তারকা রশিদ খান। শ্রীলঙ্কার তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সরিয়ে টি-টোয়েন্টিতে এক নম্বরে উঠে এসেছেন এই আফগান লেগি।

সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে দুর্দান্ত ছিলেন রশিদ খানেম শাদাব খানদের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর'ই সুসংবাদ পেয়েছেন রশিদ খান৷ তিন ম্যাচের এই সিরিজে রশিদ মোটে ৩ উইকেট পেলেও, রান খরচের বেলায় ছিলেন বেশ কিপ্টে। তাতেই গত নভেম্বরের পর আবারও হারানো সিংহাসন দখল করেছেন তিনি।

এদিকে বড় লাফ দিয়েছেন আফগান পেসার ফজল হক ফারুকী। পাকিস্তান সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন এই বাঁহাতি পেসার। সিরিজে সর্বোচ্চ ৫ উইকেট নিয়ে এগিয়েছেন ১২ ধাপ। তাতেই প্রথমবারের মতো শীর্ষ দশে ডুকেছেন পেসার। বড় লাফ দেওয়া ফারুকী বর্তমানে অবস্থান করছেন র‍্যাঙ্কিংয়ের তিনে। 

শীর্ষ দশে রয়েছেন আরেক আফগান তারকা মুজিব-উর-রহমান। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজে ৪ উইকেট পেয়েছেন এই রহস্য স্পিনার। তাতেই র‍্যাঙ্কিংয়ে দশ নম্বর থেকে আটে উঠে এসেছে তিনি। 

এদিকে বাংলাদেশিদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে এই পেসার রয়েছেন তালিকার ২২ নম্বরে। টাইগার অধিনায়ক সাকিব আল অবস্থান করছেন ২৯ নম্বরে। গতি তারকা তাসকিন আহমেদের অবস্থান ৩৯ নম্বরে। এছাড়া শীর্ষ পঞ্চাশে থাকা বাকিরা হলেন নাসুম আহমেদ (৪১), শেখ মেহেদী (৪৩) ও হাসান মাহমুদ (৪৬)।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷