ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান, এ দাবি ভিত্তিহীন!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩ ২০:৪৩

পিসিবি প্রধান পিসিবি প্রধান

নট আউট ডেস্কঃ গত বৃহস্পতিবার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো দাবি করেছিল আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান নিজেদের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে চায়। জনপ্রিয় এই সাইটে এই তথ্য প্রকাশের পর সারা পড়েছিল বাংলার ক্রিকেটে। যদিও পরদিন সকালেই দেশের এক গণমাধ্যমে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছিলেন বিসিবি এ বিষয়ে কিছু জানে না। এবার এই গুঞ্জন উড়িয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান নাজাম শেঠি।

ওয়ানডে বিশ্বকাপ নিয়ে কোন আলোচনা হয়নি জানিয়ে শেঠি বলেন, 'বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে কোনো পর্যায়ে আমি আইসিসির প্রসঙ্গ কিংবা অক্টোবরে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ নিয়ে কোনো মন্তব্য করিনি। এখন পর্যন্ত আইসিসির কোনো সম্মেলনে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।' তবে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের ব্যাপারে আলোচনা হচ্ছে বলে জানান নাজাম।

বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি শেষে এই ইস্যুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টি জানেন না বলে মন্তব্য করেছেন। 

পাপন বলেন, 'আমাদের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি। আসলে আমি এটা টিভিতে দেখেছি। আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কেউ আমাদের কিছু বলেনি। সে জন‌্য আমাদের পক্ষে এটা নিয়ে মন্তব্য করা কঠিন। একটা নিউজ দেখে বলা উচিত না। ওরা যোগাযোগ করলে আমরা আপনাদের জানাব।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷