ঢাকা | সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আইপিএলে বলপ্রতি আয় ৪৬ লাখ টাকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৩ ২৩:৪৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (২০২৩-২০২৭) পাঁচ মৌসুমের সম্প্রচার স্বত্ব ৪৮ হাজার ৩৯০ কোটি রুপিতে বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই হিসেবে আসর প্রতি আয় হবে ৯ হাজার ৬৭৮ কোটি টাকা। 

 

আইপিএলে প্রতি ম্যাচে দেশটির ক্রিকেট বোর্ডের আয় ১১০ কোটি টাকা।  টিভি স্বত্ব থেকে ৫৭ কোটি ৪০ লাখ, ডিজিটাল স্বত্ব থেকে ৫০ কোটি আর ওভারসিজ থেকে ২ কোটি ৬০ লাখ টাকা আয় হবে। এক ম্যাচে সর্বোচ্চ বৈধ্য ডেলিভারি হবে ২৪০টি। সে হিসাবে প্রতি বলে আয় হবে ৪৫ লাখ ৮৩ হাজার ৩৩৩ টাকা।

 

গবেষণায় দেখা গেছে, ভারত সরকারের আয়ের কমপক্ষে ০.৮ শতাংশ আসে আইপিএল থেকে। শতাংশের হিসাবে অঙ্কটা ছোট মনে হলেও প্রায় ১৪০ কোটি মানুষের দেশ ভারতের জন্য পরিমাণটা বিশালই বটে।

 

-নট আউট



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷