ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

জুয়ার বিজ্ঞাপন করে নেটিজেনদের তোপের মুখে ম্যাককালাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩ ০১:৪১

জুয়ার বিজ্ঞাপনে ব্রেন্ডন ম্যাককালাম। ছবি: ইন্টারনেট জুয়ার বিজ্ঞাপনে ব্রেন্ডন ম্যাককালাম। ছবি: ইন্টারনেট

নট আউট ডেস্কঃ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট ভিত্তিক একাধিক জুয়া (বেটিং) কোম্পানি। ক্রিকেট প্রধান দেশসমূহের মধ্যে ভারতে বেটিংয়ের চাহিদা এখন আকাশচুম্বী। তবে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই বেটিংকে সরাসরি অবৈধ ঘোষণা করেছে।

সম্প্রতি এমনই এক জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম। যা ইউটিউবে আপলোডের পরপরই উঠেছে সমালোচনার ঝড়। রীতিমতো নেটিজনদের তোপের মুখেই পড়তে হয়েছে সাবেক এই কিউই তারকাকে।

নিউজিল্যান্ড থেকে ইউটিউবে কোন ভিডিও দেখতে গেলেই বিজ্ঞাপনটি বারবার ভেসে আসছিল। যা নিয়ে দেশটির মানুষরা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে রীতিমতো সরকারি কর্তৃপক্ষের কাছেও আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। নিউজিল্যান্ডের আইনে অনলাইন বেটিং অবৈধ হওয়ায়, নিউজিল্যান্ডের অভ্যন্তরে সেই বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে ইউটিউব। 

উল্লেখ্য, বিজ্ঞাপনের ভিডিওটিতে দেখা যায়, মরুভূমিতে একটি স্পোর্টস কার চালাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম। এরপর নিজেকে সে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেন ভিডিওতে। এছাড়া সবাইকে উদ্বুদ্ধ করে, অনলাইন বেটিংয়ের সেই ওয়েবসাইটে নিবন্ধিত হতে আহ্বান জানান সাবেক এই কিউই তারকা।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷