হেসেখেলে কিউইদের হারাল পাকিস্তান
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ ০৯:৫৫

নট আউট ডেস্কঃ লাহোরে শুরু হয়েছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচেই ব্যাটে বলে দাপট দেখিয়েছে স্বাগতিকরা। এদিন আগে ব্যাট করে রানের পাহাড় গড়ে পাকিস্তান, জবাবে একশ'র আগেই গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড।
লাহোরে এদিন আগে ব্যাট করে ১৮২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে আসে সাইম আইয়ুব ও ফখর জামানের ব্যাট থেকে। কিউইদের পক্ষে বল হাতে হ্যাটট্রিক করেন ম্যাট হেনরি। জবাব দিতে নেমে হ্যারিস রউফদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ১৮ রান খরচায় একাই ৪ উইকেট নেন রউফ। ৮৮ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: