বাবরের সেঞ্চুরির পর রউফ ঝড়, উড়ে গেল নিউজিল্যান্ড
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ১০:০২

নট আউট ডেস্কঃ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট বলা হয়ে থাকে টি-টোয়েন্টিকে। এই সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানের জার্সিতে এর আগে একাধিক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অধিনায়ক বাবর আজম। শনিবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফের তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই পাক তারকা। তাতেই সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
লাহোরে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। ইনিংসের শেষ বলে গিয়ে শতক হাঁকানো বাবর আজম অপরাজিত থাকেন ৫৮ বলে ১০১ রান করে। এছাড়া আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান করেন ৫০ রান। শেষ দিকে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ইফতেখার আহমেদ।
জবাব দিতে নেমে এদিন খানিকটা লড়াইয়ের চেষ্টা করে নিউজিল্যান্ড। তবে দলের হয়ে কেউই করতে পারেননি ইনিংস করতে৷ স্রোতের বিপরীতে গিয়ে মার্ক চাপম্যান খেলেন ৬৫ রানের ইনিংস। তাতে কিউইরা হারের ব্যবধান খানিকটা কমিয়ে আনতেই পেরেছে। শেষ পর্যন্ত সফরকারীরা থামে ১৫৪ রানে। ফলে, ৩৮ রানের জয় তুলে নেয় পাকিস্তান। স্বাগতিকদের পক্ষে হ্যারিস রউফ একাই নেন ৪ উইকেট।
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: