ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

করুনারত্নে ও মেন্ডিসের সেঞ্চুরিতে গলে রান উৎসব শ্রীলঙ্কার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ০৫:৫৮

২৮১ রানের জুটি গড়েন করুনারত্নে ও কুশল মেন্ডিস। গেটি ইমেজ ২৮১ রানের জুটি গড়েন করুনারত্নে ও কুশল মেন্ডিস। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ গলে শুরু হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই টেস্টের সিরিজের প্রথমটা। টেস্ট ইতিহাসে প্রথমবার লঙ্কানদের মুখোমুখি হওয়া আইরিশরা অবশ্য প্রথম দিনে করতে পারেনি খুব একটা সুবিধা। আইরিশ বোলারদের এদিন পাড়ার বোলার বানিয়ে প্রথম দিনেই ৩৮৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। শতক হাঁকিয়েছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। 

গলে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুটাও দুর্দান্ত করেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও প্রাথুম নিশাঙ্কা। উদ্বোধনী জুটিতে এই দু'জন যোগ করেন ৬৪ রান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন করুনারত্নে ও কুশল মেন্ডিস। করুনারত্নে একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে মগ্ন থাকেন কুশল।

লাঞ্চে যাওয়ার আগে হাফ সেঞ্চুরিত দেখা পান অধিনায়ক দিমুথ করুনারত্নে। প্রথম সেশনে আর কোন উইকেট না হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লাঞ্চের পর এই জুটিতে দলীয় দেড় শ পেরোয় শ্রীলঙ্কা। হাফ সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। এরপর রীতিমতো ওয়ানডে মেজাজে রান তুলতে থাকে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনেও আইরিশ বোলাররা লঙ্কানদের এই শক্ত জোট ভাঙতে হয়েছে ব্যর্থ।

চা বিরতি যাওয়ার আগে ১৩৯ বল মোকাবেলা করে শতক তুলে নেন দিমুথ করুনারত্নে। তাতেই দলীয় দুইশ পেরোয় শ্রীলঙ্কা। চা বিরতির পর শতক হাঁকান কুশল মেন্ডিসও। এরপরেই রান পাহাড়ে চড়ে বসে শ্রীলঙ্কা। এই জুটিতে ভর করে মাত্র ৬৫ ওভারের মাথায় শ্রীলঙ্কা পেরোয় দলীয় তিনশ রানের গণ্ডি। দেড় শ রানের ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক। 

এই দু'জনের ব্যাটে প্রথম দিনটা বেশ ভালোভাবেই শেষ করতে পারত শ্রীলঙ্কা। কিন্তু শেষ বেলায় এসে দুই সেট ব্যাটার সহ একাধিক উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৩৪৫ রানে কুশল মেন্ডিস ফিরলে ভাঙে, দ্বিতীয় উইকেট জুটিতে করুনারত্নের সঙ্গে ২৮১ রানের জোট৷ এরপর রানের খাতা খোলার আগেই ফিরেন অভিজ্ঞ এঞ্জেলো ম্যাথিউস।

শেষ বিকেলে গিয়ে খেই হারান ডাবল সেঞ্চুরির দিকে ছুটতে থাকা অধিনায়ক দিমুথ করুনারত্নে। শেষ পর্যন্ত প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩৮৬ রানের পাহাড় গড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ১৫ চারে দিমুথ করুনারত্নে খেলেন ১৭৯ রানের ইনিংস। এছাড়া ১৮ চার ও ১ ছক্কায় কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ১৪০ রান। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷