ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

দ্বিপক্ষীয় সিরিজে ব্যবহার করা যাবে বেটিং কোম্পানির লোগো

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ১৮:০৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে দলগুলো টেস্ট ও ওয়ানডেতে বেটিং কোম্পানির লোগোযুক্ত জার্সি পড়তে পারবে না, এমনই নিয়ম করেছিল আইসিসি। তবে নিজেদের নিয়ম বদলিয়ে নিলো সংস্থাটি। এখন থেকে দ্বিপক্ষীয় সিরিজে বেটিং কোম্পানির প্রচারণা চালাতে পারবে। তবে নিষেধাজ্ঞা রয়েছে আইসিসির আয়োজিত টূর্ণামেন্টগুলোতে। 

 

ক্রিকেটের বৈশ্বিক সংস্থার বরাতে খবরটি দিয়েছে দ্য টাইমস পত্রিকা। খবরে বলা হয়, দলগুলো চাইলে দ্বিপক্ষীয় সিরিজে বেটিং কোম্পানির প্রচারণা চালাতে পারবে। তবে আইসিসি আয়োজিত টুর্নামেন্টে (বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি) বেটিং কোম্পানির উপস্থিতি বন্ধই থাকবে।


বেটিং কোম্পানি নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্তের খবরটি এমন সময় এল, যখন এ ধরনের একটি কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনানুষ্ঠানিক তদন্তের আওতায় আছেন ব্রেন্ডন ম্যাককালাম।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷