ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

চার সেঞ্চুরিতে চালকের আসনে শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ ০৪:০৩

গল টেস্টে ধুঁকছে আয়ারল্যান্ড। গেটি ইমেজ গল টেস্টে ধুঁকছে আয়ারল্যান্ড। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ গল টেস্টের প্রথম দিনেই রান পাহাড়ে চড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে এসে সেই রান আইরিশদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে স্বাগতিকরা। চার সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা প্রথম ইনিংস ঘোষণা করেছে ৫৯১ রান করে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ধুঁকছে সফরকারী আয়ারল্যান্ড, পড়েছে ফলোঅনের শঙ্কায়৷ দ্বিতীয় দিন শেষে সফরকারীরা পিছিয়ে এখনও ৪৭৪ রানে।

৪ উইকেটে ৩৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। তবে দিনের শুরুতেই স্বাগতিকরা হারায় দুই উইকেট। আগের দিন অপরাজিত থাকা প্রবাথ জয়সুরিয়া ফিরেন ১৬ রান করে। এরপর ১২ রান করে ফিরেন ধনাঞ্জয়া ডি সিলভা। শুরুতেই লঙ্কানদের দুই উইকেট তুলে ম্যাচে ফেরার চেষ্টা করে আয়ারল্যান্ড। 

কিন্তু সপ্তম উইকেট জুটিতে ফের লঙ্কানদের হাল ধরেন দিনেশ চান্দিমাল ও দীর্ঘদিন দলে ফেরা সাদিরা সামারাবিক্রমা। এই দু'জনের ব্যাটে চড়ে রান পাহাড়ের দিকে ছুটে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত এই জুটি আর ভাঙতেই পারেনি আইরিশ বোলাররা। দু'জন জোড়া সেঞ্চুরি তুলে নেওয়ার পরপরই প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। তবে, এর মাঝেই এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন ১৮৩ রানের জোট।

শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা থামে ৫৯১ রানের পাহাড় গড়ে। ১২ চারে চান্দিমাল অপরাজিত থাকেন ১০২ রান করে। অন্যদিকে ১১ চারে সামারাবিক্রমা করেন অপরাজিত ১০৪ রান। আয়ারল্যান্ডের পক্ষে কার্টিস ক্যাম্পারের শিকার ২ উইকেট। 

৫৯১ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় আয়ারল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে বিশ্ব ফার্নান্দো ফেরান মুরি কমিন্স ও অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ম্যাককালাম ও হ্যারি টেক্টর। এই জুটিতে আইরিশরা যোগ করে ৭০ রান। এরপরেই ফের জোড়া ধাক্কা খায় আয়ারল্যান্ড।

এক ওভারেই ফিরে যান সেট ব্যাটার হ্যারি টেক্টর (৩৪) ও কার্টিস ক্যাম্পার (০)। দু'জনকেই ফেরান জয়সুরিয়া। এরপর রীতিমতো তাণ্ডব চালান এঅ লঙ্কান স্পিনার। ৩৫ রান করা ওপেনার ম্যাককালাম ফিরলে ধ্বংসস্তুপে পরিনত হয় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনেই ৭ উইকেট খুইয়ে ফলো অনের শঙ্কায় পড়েছে আয়ারল্যান্ড। প্রবাথ জয়সুরিয়া একাই নিয়েছেন ৫ উইকেট। ৪৭৪ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ডের তৃতীয় দিন শুরু করবেন ২১ রান করা লরকান ট্রাকার ও অ্যান্ডু ম্যাকব্রাইন। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷