ভারতে খেলতে না যাওয়ার হুঁশিয়ারি অর্থহীন !
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ ১৬:১০

নট আউট ডেস্কঃ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে দ্বৈরথ চলছে ভারত-পাকিস্তানের। ভারতের চাওয়া পাকিস্তানে এশিয়া কাপ হলেও নিজেদের ম্যাচগুলো অন্য ভেন্যুতে খেলার। অর্থ্যাৎ পাকিস্তান সফরের কোন ইচ্ছা নেই দলটির। ভারতের এমন চাওয়ার পর পাকিস্তানও হুমকি দিয়েছে পাকিস্তানে ভারত না আসলে ওয়ানডে বিশ্বকাপে ভারত যাবে না পাকিস্তান। তবে পিসিবির এমন হুশিয়ারিকে অর্থহীন মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া।
কানেরিয়া বলেন বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি ভালো নয়। হয়তো অনেক দেশ খেলতে আসছে কিন্তু তাতে সার্বিক পরিস্থিতি বোঝা যাচ্ছে না। ভারত খেলতে না আসলে পাকিস্তানও বিশ্বকাপে খেলতে যাবে না বলে যে হুঁশিয়ারি দিচ্ছে, সেটা অর্থহীন। পাকিস্তানকে যেতেই হবে। নাহলে আইসিসি ব্যবস্থা নেবে।
২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন ট্রফি। সেই আয়োজনের কথাও মাথায় রাখতে বলছেন কানেরিয়া। কানেরিয়ার বিশ্বাস এখন ভারতের কথা মেনে নিলে ভবিষ্যতে পাকিস্তান সফর করবে ভারত।
কানেরিয়া বলেন, 'যা হচ্ছে তাতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ তো বলেই দিয়েছেন, দুটি আলাদা দেশে টুর্নামেন্ট হলে খরচ অনেক বেশি হবে। পাকিস্তানের উচিত দুবাইয়ে এশিয়া কাপ আয়োজন করা। নাহলে তারা নিজের পায়েই কুড়াল মারবে! পাকিস্তানকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও ভাবতে হবে। এবার যদি তারা ভারতের কথা মেনে নেয়, তাহলে হয়তো ২০২৫ সালে ভারত পাকিস্তানে খেলতে আসতে রাজি হতেও পারে।'
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: