বার্লবার্নির শতক মিসের দিনে গলে রান উৎসব আইরিশদের
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩ ০৪:০৬

নট আউট ডেস্কঃ গলে শুরু হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সিরিজ নির্ধারনী দ্বিতীয় ও শেষ টেস্ট৷ প্রথম টেস্টে অসহায় আত্নসমর্পণ করলেও দ্বিতীয় টেস্টের শুরুটা দুর্দান্তই করেছে সফরকারীরা। অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির ৫ রানের জন্য শতক মিস করলেও, প্রথম দিনেই আইরিশরা তুলেছে তিনশ'র বেশি রান।
গলে টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী আয়ারল্যান্ড। যদিও দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি সফরকারীদের। বোর্ডে পঞ্চাশ তোলার আগেই আইরিশরা হারায় দুই ওপেনার পিটার মুর (৫) ও ম্যাককুলামের (১০) উইকেট। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টর।
তৃতীয় উইকেটে এই দু'জন যোগ করেন ৪৬ রান। ১৮ রান করা টেক্টরের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর পল স্টার্লিংকে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন বালবার্নি। অবিচ্ছিন্ন শতাধিক রানের জুটি গড়ে দু'জন তুলে নেন হাফ সেঞ্চুরি। দলীয় দলীয় দুইশ পার হতেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন স্টার্লিং। ততক্ষণে অবশ্য ৬টি চার ও ৩ ছক্কায় স্টার্লিং করেন ৭৮ রান।
অন্যপ্রান্তে লঙ্কান বোলারদের শাসন করা বার্লবার্নি ছুটছিলেন শতকের দিকেই। কিন্তু শতক থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই খেই হারান আইরিশ অধিনায়ক। রমেশ মেন্ডিসের শিকার হওয়ার আগে ফেরার আগে ১৪ চারে তিনি করেন ৯৫ রান। এরপর কার্টিস ক্যাম্পারকে নিয়ে ইনফর্ম লরকান ট্রাকার দলকে নিয়ে যান রান পাহাড়ের পথে। তাতেই গলে প্রথম দিনে আর কোন উইকেট হারায়নি আয়ারল্যান্ড।
দিনের খেলা শেষ করার আগে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড তুলেছে ৩১৯ রান। ১০ চারে ট্রাকার অপরাজিত আছেন ৭৪ রান করেন। ক্যাম্পার অপরাজিত থাকেন ২৭ রান করে। শ্রীলঙ্কার পক্ষে প্রবাথ জয়সুরিয়া নেন ২ উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: