ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপে কিউইদের মেন্টরের ভূমিকায় উইলিয়ামসন!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩ ১৮:২৯

কেন উইলিয়ামসন ও গ্যারি স্টেড। ফাইল ছবি কেন উইলিয়ামসন ও গ্যারি স্টেড। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন কিউই তারকা কেন উইলিয়ামসন যার কারণে এই তারকা ক্রিকেটারকে যেতে হয়েছে ছুড়ি কাঁচির নিচে। তাই চলমান আইপিএল থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি, শঙ্কা জেগেছে চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়েও।

উইলিয়ামসনের চোট বড় ধাক্কায় হয়েই এসেছে নিউজিল্যান্ডের জন্য। অনিশ্চয়তায় দোলাচলে থাকা এই কিউই তারকা বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়ে ঘোর সংশয়। অবশ্য উইলিয়ামসনের জন্য শেষ মুহুর্ত পর্যন্তই অপেক্ষা করবে কিউই বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত সেরে উঠতে না পারলে, বিশ্বকাপে ভিন্ন ভূমিকায় দেখা যাবে। এমনটাই আভাস দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড।

পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এই মূহুর্তে পাকিস্তানে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। গতকাল (বুধবার) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কিউই কোচ। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছে, উইলিয়ামসনকে বিশ্বকাপে মেন্টর হিসেবে দলে রাখা হবে কি-না? 

উত্তরে গ্যারি স্টেড বলেছেন, ‘দেখুন, এখনই সব কিছু বলাটা খুব তাড়াহুড়ো করা হয়ে যাবে। উইলিয়ামসনের অস্ত্রোপচার হয়েছে। এখনও পর্যন্ত যা জানি, তা হলো অস্ত্রোপচার সফল হয়েছে। তাই উইলিয়ামসনের পুনর্বাসন এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে কেনকে নিয়ে আমাদের উপলব্ধি হল, ওকে পাওয়ার সম্ভাবনা বাস্তবিক ভাবে খুব কম। তবে অবশ্যই ওর মতো মানের একজন ক্রিকেটারকে পাওয়াটা খুব বড় ব্যাপার। ও দলে অনেক কিছু যোগ করে। ওকে হিসেবের বাইরে রাখতে চাই না।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷