ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

মাধুশকা-কুশলের দ্বি শতক, নাটকীয় শেষের অপেক্ষায় গল টেস্ট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩ ০৩:২৫

ডাবল সেঞ্চুরি হাঁকালেন মাদুশকা ও কুশল মেন্ডিস। গেটি ইমেজ ডাবল সেঞ্চুরি হাঁকালেন মাদুশকা ও কুশল মেন্ডিস। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ নাটকীয় শেষের অপেক্ষায় রান উৎসবের গল টেস্ট। সফরকারী আয়ারল্যান্ডের রান উৎসবের পর, রান উৎসব করেছে স্বাগতিক শ্রীলঙ্কাও। তাতেই জমে উঠেছে ম্যাচ। সফরকারীদের সামনে ড্র'করার সুযোগ থাকলেও লঙ্কানদের হাতছানি দিচ্ছে জয়। তার জন্য শেষ দিনে অবশ্য বোলারদের দুর্দান্ত বোলিংয়ের দিকেই তাকিয়ে থাকতে হবে স্বাগতিকদের।

পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্পারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে আইরিশরা সংগ্রহ করেছিল ৪৯২ রান। জবাবে ওপেনার নিশান মাদুশকা ও কুশল মেন্ডিসের জোড়া দ্বিশতকের সঙ্গে দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের সেঞ্চুরিতে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭০৪ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫৪ রান। পিছিয়ে এখনও ১৫৮ রানে।

১ উইকেটে ৩৫৭ রান নিয়ে গলে চর্তুথ দিনের খেলা শুরু করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। আগের দিনের অবিচ্ছিন্ন শতাধিক রানের জোটকে এদিন আরও বড় করেন আগের দিন অপরাজিত থাকা নিশান মাধুশকা ও কুশল মেন্ডিস। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা লঙ্কান ওপেনার মাধুশকা পার করেন দেড় শ রানের গণ্ডি। অন্যদিকে শতক তুলে নেন কুশল মেন্ডিসও।

এরপর সময়ের সঙ্গে দ্রুতই রান তুলতে থাকেন এই দু'জন। দ্বিতীয় উইকেটে দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন দুইশ রানের জোট। আগের দিন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া মাধুশকা সেটাকে পূর্ণতা দেন দ্বিশতকে। এরপরেই অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি এই ওপেনারের ইনিংস। দলীয় ৪৯৬ রানের মাথায় ম্যাকব্রাইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

ফেরার আগে অবশ্য ২২ চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ২০৫ রানের ইনিংস খেলেন মাধুশকা। তার বিদায়ে ভাঙে কুশল মেন্ডিসের সঙ্গে ২৬৮ রানের জোট। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউজকে নিয়ে বড় লিডের পথে হাঁটেন মেন্ডিস। তৃতীয় উইকেটেও এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। তাতেই লঙ্কানদের সংগ্রহ ছাড়ায় ছয় শ।

নিশান মাধুশকার পথে হাঁটা কুশল মেন্ডিসও তুলে নেন ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলা কুশলের সামনে সুযোগ ছিল প্রথমবার ব্যক্তিগত আড়াইশ রানের মাইলফলক স্পর্শ করারও। তবে মাত্র ৫ রানের জন্য করেছেন সেই সুযোগ মিস। একই সাথে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডেও ভাগ বসাতে হয়েছেন ব্যর্থ। হিউমের শিকার হওয়ার আগে ১৮ চার ও ১১ ছক্কায় ফিরেন ২৪৫ রান করে।

শেষ দিকে এসে অ্যাঞ্জেলো ম্যাথিউজ তুলে নেন সেঞ্চুরি। তাতেই ললঙ্কানদের সংগ্রহ পেরিয়ে যায় সাতশ। এরপরে ৩ উইকেটে ৭০৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ৬ চার ও ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। 

২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই সফরকারী আয়ারল্যান্ড। চর্তুথ দিনেই বোর্ডে ৫৪ রান তুলতেই হারিয়েছে দুই ওপেনার জেমস ম্যাককালাম (১০) ও পিটার মুরের (১৯) উইকেট। এরপর অ্যান্ড্রু বালবার্নির ও হ্যারি টেক্টরের ব্যাটে চড়ে দিনের খেলা শেষ করে আয়ারল্যান্ড। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷