রান উৎসবের টেস্টে লজ্জার ইনিংস হার সঙ্গী আইরিশদের
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩ ২৩:০০

নট আউট ডেস্কঃ গল টেস্ট বাঁচানোর সুযোগ খুব কমই ছিল আয়ারল্যান্ডের হাতে। চার দিন ব্যাটাররা দাপট দেখানোর পর, শেষ দিনে অপেক্ষায় করছিল নাটকীয় কিছুই। সফরকারী আয়ারল্যান্ডের সামনে সুযোগ ছিল সারাদিন মাটি কামড়ে পড়ে থেকে ড্র করার, কিংবা আগ্রাসী ব্যাটিংয়ে ইনিংস হার এড়ানোর। তবে এই দুইয়ের কিছু হয়নি গল টেস্টের পঞ্চম দিনে। লঙ্কান বোলারদের তোপে লজ্জার ইনিংস হার সঙ্গী হয়েছে আইরিশদের। ফলে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতল স্বাগতিক শ্রীলঙ্কা।
২১২ রানে পিছিয়ে চর্তুথ দিনে ২ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছিল সফরকারী আয়ারল্যান্ড। গলে পঞ্চম দিনে ব্যাট করতে নেমে, শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলীয় একশ পার করতেই দলটি হারায় পল স্টার্লিং, লরকান ট্রাকার ও কার্টিস ক্যাম্পারের উইকেট। বাকিদের এমন অসহায় আত্নসমর্পণের দিনে একপ্রান্ত আগলে রাখেন হ্যারি টেক্টর।
তাকে সঙ্গ দেন দিনের শুরুতেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। এই দু'জনের ব্যাটে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে থাকে আয়ারল্যান্ড। যদিও ১৪৩ রানে ব্যক্তিগত ৪৬ রানে ফিরে যান অ্যান্ড্রু বালবার্নি। এরপর হাফ সেঞ্চুরি তুলে নেওয়া টেক্টর আইরিশদের দেখাতে থাকেন স্বপ্ন।
কিন্তু পাননি কারও সঙ্গ। তাতেই দলীয় দুইশ পার করতেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ফলে ইনিংস ও ১০ রানের হার সঙ্গী হয় আইরিশদের। প্রথম ইনিংসে ৪৯২ রান করেও ইনিংস হারের নয়া নজিরও এদিন গড়ে আইরিশরা। ৮ চার ও ৩ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন হ্যারি টেক্টর। শ্রীলঙ্কার পক্ষে ৫ উইকেট নেন রমেশ মেন্ডিস। আসিথা ফার্নান্দ ৩ ও প্রবাথ জয়সুরিয়া নেন ২ উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: