ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পাঁচে ব্যাটিং করা নিয়ে অসন্তুষ্ট রিজওয়ান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ মে ২০২৩ ০৪:০৯

মোহাম্মদ রিজওয়ান। ছবি: পিসিবি মোহাম্মদ রিজওয়ান। ছবি: পিসিবি

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইনিংসের শুরুটা হয় মোহাম্মদ রিজওয়ানের হাত ধরেই। যদিও বাকি দুই ফরম্যাটেই রিজওয়ানকে ব্যাট করতে দেখা যায় মিডল অর্ডারে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে রিজওয়ানের পছন্দের পজিশন চার নম্বরে। কিন্তু দলের স্বার্থে সেই পছন্দকেই যেন জলাঞ্জলি দিতে হচ্ছে তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডেতে পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা গেছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। ব্যাটিংয়ে এক ধাপ নিচে পাঠানোয় তাই কিছুটা অসন্তুষ্টও হয়েছেন তিনি।

পাকিস্তানের হয়ে সবশেষ দুই ওয়ানডেতে পাঁচ নম্বরে ব্যাটিং করতে হয়েছে রিজওয়ানকে। অবশ্য ব্যাটিং অর্ডারে পরিবর্তন এলেও নিজের চেনা ছন্দেই ছিলেন তিনি। দলের দুই জয়েক দারুণ অবদান আছে রিজওয়ানেরও। প্রথম ম্যাচে ৪২ রানের পর দ্বিতীয়টায় ৫৪, দুই ম্যাচেই পাঁচ নম্বরে নেমে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। 

তৃতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগেই এবার নিজের ব্যাটিং অর্ডার নিয়ে রীতিমতো অসন্তুষ্ট প্রকাশ করতে দেখা গেছে তাকে। কোনপ্রকার রাখঢাক না রেখে পরিষ্কার করেই জানিয়ে দিলেন, চার নম্বরে ব্যাট করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেন, ‘আপনি যদি আমাকে সততার সঙ্গে জিজ্ঞেস করেন, আমি (ওয়ানডেতে) পাঁচ নম্বরে ব্যাট করে খুশি নই। কারণ আমি চার নম্বরে ব্যাট করতে চাই। তবে এটা গুরুত্বপূর্ণ নয় যে, আমি যা চাই তাই পাব।’

অবশ্য রিজওয়ানের কাছেও দলের প্রয়োজনটাই সবার আগে। তাই বাস্তবতাকেও মেনে নিয়েছেন তিনি। রিজওয়ান আরও বলেন, ‘অধিনায়ক এবং কোচ তারা যেটা চাইবেন, সেটাই করবেন। চার নম্বরে ব্যাট করাটা আমার নিজের ইচ্ছা। কিন্তু আমি কারও কাছে অভিযোগ করিনি। আমি গত ১৫-১৬ বছর ধরে ত্যাগ স্বীকার করছি এবং এখনও অভিযোগ করছি না। অধিনায়ক ও কোচ আমাদের যা করতে বলে, আমরা তা করতে প্রস্তুত।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷