ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানের বড় সমস্যা মিডল অর্ডার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ মে ২০২৩ ২৩:৩০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডেতেও পাকিস্তান ক্রিকেট দলের মূল সমস্যা মিডল অর্ডারে। এই জায়গায় দলটির সদস্যরা ব্যর্থ হওয়ায় ট্রফি জয় হচ্ছেনা দলটির। ওয়ানডে বিশ্বকাপের বছরে দারুণ ছন্দে থাকলেও মিডল অর্ডার হতে পারে স্বপ্ন ভঙ্গের কারন। 

নিজেদের ইতিহাসে প্রথমবারের মত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। অধিনায়ক বাবর দলকে দিচ্ছেন সামনে থেকে নেতৃত্ব। দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামানও দিচ্ছেন আস্থার প্রতিদান। বিশ্বকাপের বছরে দলটির এমন পারফরম্যান্স বড় স্বস্তি দলটির সমর্থকদের জন্য। তবু এমন সুসময়ে মিডল অর্ডারে পাকিস্তানের কমতি দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার। 

উইজডেনের সাপ্তাহিক পডকাস্টে বুচার বলেছেন, ‘পাকিস্তান বিস্ফোরক দল। টপ অর্ডার দুর্দান্ত। ফখর, বাবর, ইমাম—সবাই ব্যাটসম্যানদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আছে। তবে তাদের মিডল অর্ডারে কিছুটা খুঁত আছে। পাঁচ, ছয় ও সাত নম্বরে এবং ফিনিশার ও অলরাউন্ডার হিসেবে কে খেলবে, এটা তারা এখনো ঠিক করতে পারেনি।’

মিডল অর্ডার ব্যর্থতা কাটিয়ে উঠতে পারলে বিশ্বকাপে ভালো করার সুযোগ রয়েছে মর্মে বুচার বলেন ‘পাকিস্তানের বোলিংটাও বিস্ফোরক, তা পেসারদের যে কম্বিনেশনই খেলুক না কেন। লেগ স্পিনার অলরাউন্ডার হিসেবে শাদাব দুর্দান্ত। তাদের দিনে তারা যে কাউকে হারাতে পারে। আমি মনে করি, বিশ্বকাপে তাদের ভালো সুযোগ আছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷