ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের সূচি প্রকাশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৩ ০৪:১৬

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে পাকিস্তান দল। ফাইল ছবি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে পাকিস্তান দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ঘরের মাঠে ২০২৩-২৪ আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেটি শুরু হচ্ছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পরপরই। ঘরের মাঠে অজিদের পরীক্ষা শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে৷ এছাড়া রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের লড়াইও। 

অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপের পরপরই পাকিস্তান দল যাবে অস্ট্রেলিয়া সফরে। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন টেস্টের এই সিরিজ। পাকিস্তানকে সামলানোর আগে অবশ্য আরেক চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবিলা করবে অজিরা। আগামী মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মাদের মুখোমুখি হবে কামিন্স-স্মিথরা।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্র শুরু করবে অজিরা। ১৪ ডিসেম্বর থেকে পার্থে শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথমটা। ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে। এছাড়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ও শেষ টেস্ট দিয়ে নতুন বছরকে বরণ করবে অজিরা।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷