লঙ্কা সফরের শক্তিশালী দল ঘোষণা আফগানদের
প্রকাশিত: ১৫ মে ২০২৩ ২২:০১

নট আউট ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসেই (জুন) শ্রীলঙ্কা সফরে যাবে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলবে দু'দল।
এই সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দিবেন হাশমতউল্লাহ শহীদি। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে রহমত শাহ'কে। দলে একমাত্র নতুন মুখ অলরাউন্ডার আব্দুল রহমান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরূণ। এছাড়া ১৫ জনের এই দলের সঙ্গে রাখা হয়েছে চার রিজার্ভ ক্রিকেটার।
আগামী ২ জুন শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৪ ও ৭ জুন। সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখাইল, আজমতউল্লাহ ওমরজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজল হক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।
রিজার্ভ ক্রিকেটার: গুলবেদিন নাইব, শহীদউল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই ও জিয়া উর রহমান আকবর।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: