মেজর ক্রিকেট লিগে খেলতে ইংল্যান্ডের চুক্তি ছাড়ছেন রয়
প্রকাশিত: ২৬ মে ২০২৩ ০০:৩৬

নট আউট ডেস্ক: ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তি ছাড়তে যাচ্ছেন জেসন রয়। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য নিয়েছেন এমন সিদ্ধান্ত৷ ইংল্যান্ডের জনপ্রিয় গণমাধ্যম ডেইলি মেইল প্রকাশ করেছে এমন তথ্য৷
ডেইলি মেইলের প্রকাশিত খবর অনুযায়ী লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সঙ্গে দুই বছরের চুক্তিতে যাচ্ছেন রয়। বিনিময়ে পাচ্ছেন তিন লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি)। যদিও এই চুক্তি করলে আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড দলে থাকা অনিশ্চিত হয়ে পড়বে রয়ের জন্য, তবুও এই চুক্তিকেই নাকি বেছে নিচ্ছেন তিনি।
বর্তমানে অবশ্য ইসিবির চুক্তিতে আছেন রয়। যেখানে প্রতি বছর ৬৬০০০ পাউন্ড পাচ্ছেন তিনি। এই বছরের অক্টোবরে শেষ হতে যাচ্ছে সেই চুক্তি। জানা গেছে, জাতীয় দলের সঙ্গে নতুনভাবে কেন্দ্রীয় চুক্তিতে যেতে রাজি নন ৩২ বছর বয়সী এই ওপেনার।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: