ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আইপিএলের মাঝেও ফাইনালের প্রস্তুতি নিয়েছে ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ জুন ২০২৩ ১৪:৫২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আগামী ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া৷ এই সংস্করণে ট্রফি জিততে আইপিএল থেকে নিজেকে দূরে রেখেছিল অজিদের বেশ কয়েকজন৷ অপরদিকে আইপিএলে মেতে ছিল পুরো ভারতীয় শিবির৷ ফলে শঙ্কা জেগেছে কতটা প্রস্তুতি নিয়ে মাঠে নামবে কোহলি-রোহিতরা৷

সমর্থকদের চিন্তা কমিয়েছেন অক্ষর প্যাটেল৷ জানিয়েছেন আইপিএল চলাকালীন সময়েও লাল বল নিয়ে কাজ করেছেন তারা৷

অক্ষর বলেন, 'আমরা আইপিএল শুরুর আগেই এই ফাইনালের সূচি জানতাম। কাজেই আইপিএলের সময়ই আমরা আলোচনা করছিলাম লাল বলের প্রস্তুতি নিতে হবে। আমাদের কাছে লাল বল ছিল, সেগুলো আমরা কাজে লাগিয়েছি। আমরা জানি কখন খেলতে হবে। সাদা বল থেকে লাল বলে আসার মানসিক বদলটা কঠিন কিন্তু আমাদের হাতে যথেষ্ট সময় আছে।'

বলের সুইংয়েও থাকে পার্থক্য। অক্ষর মনে করেন ডিউক বলে মেধা ও দক্ষতার প্রয়োগ করতে পারলেই মিলবে উইকেটের দেখা। তিনি বলেন, 'সাদা বল আর লাল বলের সুইচটা এসজি বল আর ডিউক বলে সুইচের মতই। আপনাকে মেধা ও দক্ষতা প্রয়োগ করতে হবে। পরিকল্পনা কাজে লাগাতে হবে। ছন্দে বল করতে হবে। যদি আপনি ভালো জায়গায় বল রাখতে পারেন তাহলে কাজে দেবে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷