ঢাকা | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পাকিস্তানি ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ছে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৩ ০৩:২৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক বিশ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ক্রিকেট পাকিস্তান সূত্রে এমনটি জানা যায়।

পাকিস্তানের ক্রিকেটারদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসের ৩০ তারিখ। ২১ জুন পিসিবির পরিচালনা কমিটির মেয়াদ শেষ হবে। তার আগেই ২০২৩-২০২৪ মৌসুমের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হতে পারে। নতুন চুক্তির জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

প্রধান নির্বাচক হারুন রশিদ তালিকা চূড়ান্ত করার আগে দলের পরিচালক মিকি আর্থার, প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন, অধিনায়ক বাবর আজমের সাথে খেলোয়াড়দের নাম নিয়ে আলোচনা করবেন। এরপর পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির কাছে সেই তালিকা উপস্থাপন করবেন।

নতুন চুক্তিতে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও তারকা ওপেনার ফখর জামান এ ক্যাটাগরিতে তাদের অবস্থান ধরে রাখতে পারেন।

কেন্দ্রীয় চুক্তিতে পদোন্নতি হতে পারে দুই তারকা পেসার হারিস রউফ ও নাসিম শাহর। নাসিম শাহ লাল ও সাদা বল উভয় বিভাগেই অন্তর্ভুক্ত হতে পারেন।

ইফতিখার আহমেদ, সায়েম আইয়ুব, ইহসানুল্লাহ, উসামা মীর, মোহাম্মদ হারিস ও জামান খানসহ বেশ কয়েকজন খেলোয়াড় নতুন চুক্তিতে জায়গা পেতে পারেন।

সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ লাল বলের চুক্তিতে নিজের অবস্থান ধরে রাখতে পারেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷