নেসারের পৌষ মাস, হ্যাজেলউডের সর্বনাশ
প্রকাশিত: ৬ জুন ২০২৩ ০১:৩৮

নট আউট ডেস্কঃ চোট যেন পিছু ছাড়ছে না অজি তারকা পেসার জস হ্যাজেলউডের। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাওয়া চোটে এই তারকা পেসার ছিটকে গেলেন আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই। শঙ্কা রয়েছে মর্যাদার অ্যাশেজ লড়াইয়ে তাকে পাওয়া নিয়েও।
এদিকে হ্যাজেলউডের ছিটকে যাওয়া বড় সুযোগ হয়ে এসেছে আরেক পেসার মাইকেল নেসারের জন্য। কেননা হ্যাজেলউডের বদলি হিসেবে ইতিমধ্যেই এই পেসারকে দলে অন্তভূক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্কোয়াডে থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই পেসারের একাদশে থাকার সম্ভবনা খুবই কম। হ্যাজেলউডের ছিটকে যাওয়ায় ছন্দে থাকা আরেক পেসার স্কট বোল্যান্ডের একাদশে থাকাটা অনেকটাই হয়েছে নিশ্চিত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি হ্যাজেলউডকে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে পাওয়া নিয়েও রয়েছে সংশয়। যদিও প্রথম টেস্টেই হ্যাজেলউডকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি।
এক বিবৃতিতে বেইলি বলেছেন, ‘সবুজ সংকেত পাওয়ার খুব কাছে (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল) ছিল জস (হ্যাজেলউড)। কিন্তু আমাদের আসন্ন সূচির (অ্যাশেজ সিরিজ) বিষয়টি মাথায় রাখতে হবে। এই সিদ্ধান্তের ফলে এজবাস্টনে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে সে। সাত সপ্তাহের কিছুটা বেশি সময় ছ'টি টেস্ট ম্যাচ খেলতে হবে। সেই পরিস্থিতিতে আমাদের সব পেসারের তৈরি থাকতে হবে।’
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: