ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাটিংয়ে অজিরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জুন ২০২৩ ২১:১৮

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই অধিনায়ক। ছবি: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই অধিনায়ক। ছবি: আইসিসি

নট আউট ডেস্কঃ দ্য ওভালে আজ থেকে (বুধবার) শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল। ফাইনালে গতবারের ফাইনালিস্ট ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বুধবার দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ। ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টস অনুষ্ঠিত হয়েছে। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

১৪০ বছরের টেস্ট ইতিহাসে দ্য ওভালে প্রথমবার জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। যেখানে খানিকটা বাড়তি সুবিধাই পাবেন পেসাররা। দু'দলের একাদশেও তাই পেসারদের আধিক্য থাকতে বেশি। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভারতের একাদশে চার পেসারের সঙ্গে রয়েছে এক স্পিনার। অন্যদিকে অজিদের একাদশেও চার পেসারের সঙ্গে রয়েছে এক স্পিনার।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাশ ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ট্র‍্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভারত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷