বৃষ্টি বিঘ্নিত এজবাস্টনে খেই হারিয়েছে ইংল্যান্ড
প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ১৬:২৮

নট আউট ডেস্কঃ এজবাস্টনে অ্যাশেজের তৃতীয় দিনে দিয়েছে বৃষ্টি হানা। তাতেই দিনের অর্ধেকটা চলে যায় বৃষ্টির পেটেই। এর মাঝে যেটুকু হয়েছে খেলা, সেখানে লিড নিয়েও অস্বস্তিতে দিন পার করেছে স্বাগতিক ইংল্যান্ড। অজিদের ৩৮৬ রানে গুটিয়ে দিয়ে ৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৮ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে তারা।
হাতে ৫ উইকেট নিয়ে ৮২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অজিরা। তবে দিনের শুরুতেই সফরকারীরা হারায় অ্যালেক্স ক্যারির উইকেট। আগের দিনের ৫২ রানের সঙ্গে এদিন ১৪ রান যোগ করেই ফিরেন তিনি। এরপর অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে দলকে লিডের দিকে নিয়ে যান সেঞ্চুরিয়ান উসমান খাজা।
খাজা একপ্রান্ত আগলে ইংলিশদের মাথা ব্যাথার কারণ হয়ে উঠলেও, অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাট করতে থাকেন কামিন্স। হাতে ৪ উইকেট থাকা অজিরা তখন লিড নেওয়ার চাইতে পিছিয়ে ছিল মাত্র ২১ রান দূরে। ঠিক তখনই ঘটে বিপত্তি। দারুণ খেলতে থাকা উসমান খাজাকে ফেরান রবিনসন। তাতেই ম্যাচে ফিরে ইংল্যান্ড। শেষ পর্যন্ত লিড নেওয়া ত দূরে থাক, উল্টো ৩৮৬ রানেই গুটিয়ে যায় অজিরা।
১৪ চার ও ৩ ছক্কায় খাজা খেলেন ১৪১ রানের ইনিংস। অন্যদিকে ৩ ছক্কায় ৩৮ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স। ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও ওলি রবিনসন। এছাড়া মঈন আলীর শিকার দুই উইকেট।
৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা ছিল সাবধানী। বিনা উইকেটে ২৬ রান তুলতেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে বন্ধ থাকে তৃতীয় দিনের খেলা। এরপর বৃষ্টি থামলেই তেঁতে উঠে অজি বোলাররা। বৃষ্টির পর নেমেই পরপরই দুই ওভারে দুই ইংলিশ ওপেনারকে ফেরায় অজিরা। এরপরেই ফের ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে তৃতীয় দিনে আর বল গড়ায়নি মাঠে। দিন শেষ করার আগে ২ উইকেট হারিয়ে ইংলিশরা সংগ্রহ করে ২৮ রান।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: