ল্যাবুশেনকে সরিয়ে টেস্টের মুকুট রুটের মাথায়
প্রকাশিত: ২২ জুন ২০২৩ ১৮:৩৭

নট আউট ডেস্কঃ এজবাস্টনে চলতি অ্যাশেজের প্রথম টেস্টে, শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রায় হারতে বসা ম্যাচে কামিন্স-লায়নের বীরত্বে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। নাটকীয় এই টেস্টের পর আইসিসির ব্যাটারদের টেস্ট র্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন। দল হারলেও এজবাস্টনে দারুণ এক সেঞ্চুরি করার পুরষ্কার পেয়েছেন ইংলিশ তারকা জো রুট। অজি তারকা মার্নাস ল্যাবুশেনকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।
গত বছরের ডিসেম্বরে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন মার্নাস ল্যাবুশেন। ছয় মাসেরও বেশি সময় ধরে শীর্ষস্থান নিজের দখলে রেখেছিলেন এই অজি তারকা। কিন্ত এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। তাতেই খোয়াতে হয়েছে টেস্টের সেরার মুকুট।
এজবাস্টনে ল্যাবুশেন ব্যর্থ হলেও জো রুট ছিলেন উজ্জ্বল। অজি বোলারদের পিটিয়ে প্রথম দিনেই টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন রুট। খেলেছিলেন ১১৮ রানের আনবিটেন নক। এছাড়া দ্বিতীয় ইনিংসে রুটের ব্যাট থেকে এসেছে ৪৬ রানে। তাতেই আইসিসির সবশেষ র্যাঙ্কিং হালনাগাদে পাঁচ ধাপ এগিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন রুট।
অন্যদিকে এজবাস্টনে প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই ফিরেছেন মার্নাস ল্যাবুশেন। দ্বিতীয় ইনিংসে ফিরেছেন মাত্র ১৩ রান করে। তাতেই দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন তিনি। এদিকে ল্যাবুশেনের অবনতিতে উন্নতি হয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। দুই ধাপ এগিয়ে এই কিউই তারকা এখন র্যাঙ্কিংয়ের দুইয়ে অবস্থান করছেন।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: