ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ইংলিশদের অ্যাশেজ স্কোয়াডে ইতিহাস গড়া রেহান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৩ ০২:০৮

রেহান আহমেদ। ফাইল ছবি রেহান আহমেদ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ এজবাস্টনে অ্যাশেজের প্রথম ম্যাচেই শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। লর্ডসে তাই স্বাগতিক ইংল্যান্ডের সামনে সিরিজে সমতা ফেরানোর মিশন। আর তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দলের স্পিন শক্তি বাড়িয়েছে স্বাগতিকরা। ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদকে অ্যাশেজ সিরিজের স্কোয়াডে ডেকেছে ইংল্যান্ড। 

অবসর ভেঙে অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। কিন্তু এজবাস্টনে প্রথম টেস্ট চলাকালীন চোট পেয়েছেন তিনি। তাই দলের স্পিন শক্তি বাড়ানোর জন্যই রেহান আহমেদকে দলে ডেকেছে ইংলিশরা। শুক্রবার এক বিবৃতিতে রেহানের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অবশ্য সাদা পোশাকে ইতিমধ্যেই অভিষেক হয়ে গেছে রেহান আহমেদের। গত ডিসেম্বরে ইংল্যান্ড দলের পাকিস্তান সফরে, ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হিসেবে নাম লেখান তিনি। আর অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়ে গড়েন রেকর্ডও। এরপর অবশ্য জাতীয় দলের টেস্ট জার্সি গায়ে ছাপানো হয়নি তার।

উল্লেখ্য, ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য জ্যাক লিচ চোটের কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেলে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন মঈন আলি। যদিও এজবাস্টনে নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি মঈন। দুই ইনিংসে হাত ঘুরিয়ে ৩ উইকেট শিকার করলেও ছিলেন বেশ খরুচে। তার উপর বোলিংয়ের সময় ডান হাতের তর্জনীতে চোট লাগে তার। আর চোট সারাতে আঙুলে স্প্রে ব্যবহার করে মঈনকে গুনতে হয়েছিল জরিমানাও।

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷