ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৩ ১৮:০৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলতি বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে ভারত-পাকিস্তানের চলমান দ্বৈরথ শেষ হয়নি এখনও। পিসিবি প্রধান নাজাম শেঠির মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। নতুন পিসিবি প্রধান কি সিদ্ধান্তে আসে সেটি এখন আলোচনার মূল বিষয়। এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানকে বিশ্বকাপে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন। 


মিয়াঁদাদের বক্তব্য- এশিয়া কাপ খেলতে বিসিসিআই যখন পাকিস্তানে দল পাঠাচ্ছে না, তখন পাকিস্তানেরও বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার দরকার নেই। খবর ইন্ডিয়া টুডের।

মিয়াঁদাদ আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেটকে এত হেয় করার কিছু নেই। আমরা নিয়মিত প্রতিভা তুলে আনছি। তাই মনে হয় না, ভারতে খেলতে না গেলে পাকিস্তান ক্রিকেটের বড় কিছু ক্ষতি হয়ে যাবে। আমার পরিষ্কার কথা, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে, এবার আমাদেরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

প্রসঙ্গত, ভারত শেষবার পাকিস্তান গিয়েছিল ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে। এরপর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে আর দেশটিতে পা রাখেনি টিম ইন্ডিয়া। মিয়াঁদাদ বলেন, খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়। খেলাই পারে দুই দেশের মানুষকে আরও কাছে আনতে।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷