বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না উইলিয়ামসন!
প্রকাশিত: ২৬ জুন ২০২৩ ২২:৫৪

নট আউট ডেস্কঃ গত এক বছর ধরেই চোট যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্য। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাওয়া চোটে আসন্ন ওয়ানডে বিশ্বকাপেই এখন অনিশ্চিত এই কিউই তারকা। বিশ্বকাপের এখনও তিন মাসের বেশি সময় বাকি থাকলেও, উইলিয়ামসনের সেরে উঠা নিয়ে রয়েছে বেশ সংশয়। যদিও নিজের শেষ ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা এখনই ছাড়তে৷ রাজি নন কেন উইলিয়ামসন।
হাঁটুর অস্ত্রোপচারের পর উইলিয়ামসন এখন রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বিশ্বকাপকে সামনে রেখেই ধাপে ধাপে আগাতে চান তিনি। অবশ্য চোটের কারণে শেষ পর্যন্ত যদি বিশ্বকাপ খেলা না হয় উইলিয়ামসনের। তাহলে দলের মেন্টরের ভূমিকায় দেখা যাওয়ার কথা রয়েছে তার।
পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা উইলিয়ামসন এবার নিজেই চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও জিইয়ে রাখলেও, এই কিউই তারকার চোখ এখন হাঁটুর চোট সারিয়ে তোলায়।
উইলিয়ামসন বলেছেন, ‘সে সময় (আইপিএলে) খুবই আশাবাদী ছিলাম যে তেমন ক্ষতি হয়নি। তবে এরপর স্ক্যান করে বোঝা গেল ব্যাপারটি কী। বাস্তবতা তখনোই আঘাত করে আসলে। এরপর মনোযোগ অন্যদিকে দিতে হয়। আপনার পরিকল্পনায় বিশাল পরিবর্তন আনতে হয়। এরপর আবার এমন একটা ব্যাপারের সঙ্গে মানিয়ে নেওয়া, যেটি আমার ক্যারিয়ারে নতুন।’
হাঁটুর চোট সারাতে সপ্তাহ ধরে ধরেই আগাতে চান উইলিয়ামসন। তিনি আরও বলেছেন, ‘এ মুহূর্তে সপ্তাহ ধরে ধরে এগোতে চাচ্ছি। এর আগে এমন দীর্ঘমেয়াদি চোটে পড়িনি। তবে যারা পড়েছে, তাদের সঙ্গে কথা বলে একটা ব্যাপার বুঝেছি। আপনি যদি খুব দূরে তাকান, তাহলে ব্যাপারটি বেশ কঠিন হয়ে পড়তে পারে।’
হাঁটুর অস্ত্রোপচার করার পর ইতিমধ্যেই প্রাথমিক অনুশীলন শুরু করেছেন কিউই অধিনায়ক। সামনেই শুরু করবেন নেট ব্যাটিং। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটি হয়তো নিজের মানসিক অবস্থা একটু ঠিকঠাক রাখার জন্য, রুটিনে একটু পরিবর্তন আনার ব্যাপার। অন্য যারা অনুশীলন করছে, তাদের সঙ্গে জিমে যাওয়া, ফিজিওর সঙ্গে কাজ করা, পুনর্বাসনে নির্দিষ্ট কিছু করাটা এখন দারুণ। তবে নেটে ফিরতে এ মুহূর্তে নিশ্চিতভাবেই দারুণ আগ্রহী আমি।’
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: