এমসিসির ক্রিকেট কমিটিতে মরগান
প্রকাশিত: ২৬ জুন ২০২৩ ২৩:০৬

নট আউট ডেস্কঃ এমসিসির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন স্যার অ্যালিস্টার কুক। চলতি বছর সব ধরণের প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় বলবেন এই তারকা ক্রিকেটার। ক্যারিয়ারের শেষ বছরে মাঠের ক্রিকেট দিতে চান পূর্ণ মনোযোগ। এদিকে কুকের পদত্যাগের পর এমসিসি ক্রিকেট কমিটিতে যুক্ত করা হয়েছে ইয়ন মরগানকে।
এমসিসির এক বিবৃতিতে গেটিং বলেন, ‘বিশ্ব ক্রিকেট কমিটিতে ঝুলন (গোস্বামী), হেইদার (নাইট) এবং ইয়নকে (মরগান) স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত।’ তাদের ক্রিকেটীয় মস্তিষ্ক এমসিসির ক্রিকেট কমিটিকে বাড়তি সুবিধা দেবে বলে জানান গেটিং।
মরগানের পাশাপাশি ক্রিকেট কমিটিতে যুক্ত করা হয়েছে ইংল্যান্ডের হেইদার নাইট এবং ঝুলন গোস্বামীকে। ২০১৭ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন নাইট। এদিকে ভারতের হয়ে দুই দশকের হয়ে বেশি সময় ক্রিকেট খেলেছেন গোস্বামী।
১৪ সদস্যের কমিটির অন্যান্য সদস্য হলেন, গেটিং, জেমি কক্স, সুজি বেটস, ক্লের কনর, কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলি, জাস্টিন ল্যাঙ্গার, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ এবং রিকি স্কিরিট।
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: