কোহলির জন্য হলেও বিশ্বকাপ জিতবে ভারত?
প্রকাশিত: ২ জুলাই ২০২৩ ০০:৩৭

নট আউট ডেস্কঃ ভারত ওয়ানডে বিশ্বকাপে সবশেষ সফল হয়েছিল ২০১১ সালে। সেবার ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিল দলের সকলে। আসন্ন বিশ্বকাপ বিরাট কোহলির জন্য ভারতীয়রা জিততে চাইবে বলে মন্তব্য করেছেন বীরেন্দর শেবাগ।
শেবাগ বলেন, ‘আমরা ওই বিশ্বকাপটি (২০১১) টেন্ডুলকারের জন্য খেলেছিলাম। আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে শচিনের জন্য দারুণ এক বিদায় হবে (এই ভাবনা ছিল সবার)। বিরাট কোহলিও এখন একই। সবাই তার জন্য বিশ্বকাপ জিততে চাইবে। সে সবসময়ই শতভাগের বেশি দেয়।’
‘আমার মনে হয়, বিরাট কোহলিও এই বিশ্বকাপের অপেক্ষায় আছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ মানুষ আপনাকে দেখবে। বিরাট জানে, এই পিচ কেমন আচরণ করবে। আমি নিশ্চিত সে অনেক রান করবে এবং ভারতকে বিশ্বকাপ জেতাতে সেরাটা দেবে।’
শচীনকে বিদায় নিতে সবাই প্রত্যয়ী ছিলেন বলে জানিয়েছেন সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য শেবাগ। সেই দলে ছিলেন কোহলিও। তবে তখনও বয়সে একেবারে তরুণ। ভারতের হয়ে সবশেষ ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন কোহলি।
-নট আউট
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: