ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

পিটারসেনের ইটের জবাবে পাটকেল ছুঁড়লেন লায়ন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ জুলাই ২০২৩ ২১:৫৭

চোট নিয়েই মাঠে নেমে পড়েন লায়ন। গেটি ইমেজ চোট নিয়েই মাঠে নেমে পড়েন লায়ন। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ পায়ে চোট নিয়ে ক্রাচে ভর দিয়ে দলের সঙ্গী হয়ে লর্ডস টেস্টের চর্তুথ দিন মাঠে এসেছিলেন অজি তারকা স্পিনার নাথান লায়ন। দলের প্রয়োজনে শেষ ব্যাটার হিসেবে আবার তাকেই ব্যাট হাতে নামতে হয়েছিল ক্রিজে। খুঁড়িয়ে খুঁড়িয়ে লায়ন যখন নামছিলেন ক্রিজে, তখন গোটা লর্ডস দাঁড়িয়ে তালি দিয়ে তাকে অভিবাদন জানায়। এমন বীরত্বে তাই সবার প্রশংসাই পাচ্ছেন নাথান লায়ন। 

এদিকে সবাই যখন লায়নের প্রশংসায় মত্ত, ঠিক তখন সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন সেটাকে ভালো চোখে নেয়নি। কনকাশন সাব পেতেই লায়ন ব্যাটিংয়ে নেমেছেন কি না, এমন প্রশ্নও তুলেছেন সাবেক এই ইংলিশ তারকা।

স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময়ে কেভিন পিটারসেন বলেছেন, ‘ভেবে দেখুন, তার (লায়নের) মাথায় বল লাগল আর তারা (অস্ট্রেলিয়া) একজন কনকাশন (বদলি) পেল। তাদের দলে তো একইরকম বদলি আছেই, বিশ্বমানের একজন স্পিনার আছে (টড মার্ফি), ভারতে সে যেভাবে পারফর্ম করেছে। এটিও কিন্তু ভাবনার খোরাক জোগায়।’

নিয়ম অনুযায়ী, কেবল কনকাশন হলেই বদলি কোনো ক্রিকেটার ম্যাচের মাঝখানে দলে নেওয়া যায়। এছাড়া কোভিট -১৯ আক্রান্ত হলেই বদলি খেলোয়াড় নামানোর সুযোগ রয়েছে। অন্য কোনো চোটের বদলি নেওয়ার সুযোগ নেই। 

এদিকে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কেভিন পিটারসেনের তোলা প্রশ্নের জবাব স্বয়ং নাথান লায়ন নিজেই দিয়েছেন। খানিকটা বিরক্তি নিয়েই এই স্পিনার টেনে আনেন ২০১৪ সালে বাউন্সার খেলতে গিয়ে আঘাত পেয়ে ফিল হিউজের মৃত্যুকে।

নাথান লায়ন বলেছেন, ‘চোট খেলারই অংশ। আমি নাকি মাঠে গিয়েছি শুধু মাথায় বল লাগাতে, এমন আলোচনাও শুনলাম। আমি এর বিপক্ষে, আমি আমার একজন সতীর্থকে (ফিল হিউজ) হারিয়েছি মাথায় বল লাগার জন্য। আমার মনে হয়, সত্যি বলতে খুবই বাজে একটা আলোচনা হয়েছে।’

চোট নিয়েও কেন মাঠে নেমেছেন, সংবাদ সম্মেলনে লায়ন সেই যুক্তিও দিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘আমি ঝুঁকিটা জানতাম। কিন্তু আমি এই দলের জন্য সবকিছু করব। কে জানে অ্যাশেজে ১৫ রানের জুটিও কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমন অবস্থায় মাঠে গিয়ে আমি নিজেকে নিয়ে গর্বিত। যদি এমন পরিস্থিতি আবার আসে, আমি একই কাজ করব, বারবার করব।’

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷