ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

অ্যান্ডারসনকে নিয়ে ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ১৫:৫৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: লড়াই করে অ্যাশেজের প্রথম দুই টেস্ট হারলেও তৃতীয় টেস্টে ঠিকই জয় বাগিয়ে নিয়ে সিরিজে ফিরেছে ইংল্যান্ড। সেই জয়ের ধারা ধরে রাখতে পূর্ণশক্তি নিয়ে সিরিজের চতুর্থ টেস্টের দল ঘোষণা করেছে সফরকারীরা।

তৃতীয় একাদশ থেকে ছিটকে যাওয়া জেমস অ্যান্ডারসনকে ফেরানো হয়েছে চতুর্থ টেস্টে। ফিটনেস নিয়ে শঙ্কায় থাকা অলি রবার্টসনকেও রাখা হয়েছে ওল্ড ট্রাফোর্ডের জন্য। সেই সঙ্গে পেস আক্রমণ বাড়াতে দলে নেয়া হয়েছে জস টংকে।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘সিরিজ শুরুর আগে আমরা একে অপরের বিষয়ে খুবই পরিষ্কার ছিলাম। গ্রীষ্মে পেসারদের প্রতিটি ম্যাচ খেলতে বলা আসলেই কঠিন।’

অ্যান্ডারসনের বিশ্রাম ও চতুর্থ টেস্টে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘জিমির জন্য (তৃতীয় টেস্টে না থাকা) বিশ্রাম নেওয়ার এবং ওল্ড ট্রাফোর্ডের জন্য প্রস্তুত হওয়ার এটা ভালো সুযোগ।’

ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লওরেন্স, অলি রবিনসন, জো রুট, জস টং, ক্রিস ওকস ও মার্ক উড।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷