শাকিলের দ্বিশতকে গল টেস্টে এগিয়ে পাকিস্তান
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩ ০৪:১৯

নট আউট ডেস্কঃ সৌদ শাকিল ও আগা সালমানের ব্যাটে বিপর্যয় কাটিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনেই ঘুরিয়ে দাঁড়িয়েছিল সফরকারী পাকিস্তান। তৃতীয় দিনে আগা সালমান না পারলেও, শতকের পর দ্বিশতক হাঁকিয়েই দলকে বড় লিড পাইয়ে দিয়েছেন শাকিল। তাতেই গল টেস্টের তৃতীয় দিন শেষ এগিয়ে সফরকারী পাকিস্তানই। গলে ৫ উইকেটে ২২১ রানে দিন শুরু করা পাকিস্তানের প্রথম ইনিংস থেমেছে ৪৬১ রানে। ১৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে বিনা উইকেটে ১৪ রান তুলেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
হাতে ৫ উইকেট নিয়ে ৯১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন আগের দিন অপরাজিত থাকা দুই পাক ব্যাটার আগা সালমান ও সৌদ শাকিল। এই দু'জনের দেড় শ ছাড়ানো জুটিতে দলীয় আড়াই শ পার করে পাকিস্তান। এরপর অবশ্য খুব একটা স্থায়ী হয়নি আগা সালমানের ইনিংস। সেঞ্চুরির পথে থাকা এই পাক ব্যাটার ফিরেন ৯ চার ও ১ ছক্কা ৮৩ রান করে রমেশ মেন্ডিসের শিকার হয়ে।
আগা সালমান না পারলেও অন্যপ্রান্তে ঠিকি শতক তুলে নেন শাকিল। ষষ্ঠ উইকেটে তাকে দারুণ সঙ্গ দেন নোমান আলী৷ দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। ২৫ রান করা নোমানের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর বেশিক্ষণ স্থায়ী হয়নি শাহিন আফ্রিদির ইনিংসও৷ নবম উইকেটে শাকিলকে সঙ্গ দেন নাসিম শাহ। তাতেই বড় লিডের পথে হাঁটে পাকিস্তান।
নাসিম একপ্রান্ত আগলে রাখেন, অন্যপ্রান্তে লঙ্কান বোলারদের কোন সুযোগ না দিয়েই দলকে বড় লিডের পথে নিয়ে যান শাকিল। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। শাকিল পার করেন ব্যক্তিগত দেড় শ রানের গণ্ডি। তাতেই দলীয় চারশ পার করে পাকিস্তান। এরপর দ্রুত রান তুলে দলের লিড একশ পার করান শাকিল। ৭৮ বল খেলে ৬ রান করা নাসিমের বিদায়ে ভাঙে ৯৪ রানের জোট।
শেষ উইকেটে আবরার সঙ্গ দেন শাকিলকে। তাতেই টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান শাকিল। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে পাকিস্তান থামে ৪৬১ রানে। ক্যারিয়ার সেরা ইনিংসে ১৯ চারে সৌদ শাকিল খেলেন অপরাজিত ২০৮ রানের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে ৫ উইকেট নেন রমেশ মেন্ডিস৷ এছাড়া প্রবাথ জয়সুরিয়ার শিকার ৩ উইকেট।
১৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪ রান তুলেছে শ্রীলঙ্কা। পিছিয়ে এখনও ১৩৫ রানে। নুসান মাধুশকা ৮ ও দিমুথ করুনারত্নে অপরাজিত ৬ রান করে।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: