ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

গল টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩ ২০:১৮

ম্যাচ সেরা হয়েছেন সৌদ শাকিল। গেটি ইমেজ ম্যাচ সেরা হয়েছেন সৌদ শাকিল। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ গল টেস্টের চর্তুথ দিনের খেলা শেষেই জয়ের সুবাস পেতে শুরু করে সফরকারী পাকিস্তান। পঞ্চম দিনে জিততে সফরকারীদের প্রয়োজন ছিল মাত্র ৮৩ রান, হাতে ছিল ৭ উইকেট। সেই রান ইমাম-উল-হক ও সৌদ শাকিলের ব্যাটে চড়ে ৩ উইকেট হারিয়েই টপকে যায় সফরকারীরা৷ ফলে, গলে ৪ উইকেটের জয়ে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। 

৩ উইকেটে ৪৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগের দিন অপরাজিত থাকা বাবর আজম ও ইমাম-উল-হকের ব্যাটে দিনের শুরুটা সাবধানি করেন তারা। কিন্তু দারুণ শুরু করা বাবর ফিরলে ভাঙে এই জুটি। ফেরার আগে ৫ চারে পাকিস্তান কাপ্তান খেলেন ২৪ রানের ইনিংস। এরপর প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো সৌদ শাকিলকে নিয়ে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যান ইমাম।

দু'জন মিলে গড়েন চল্লিশোর্ধ রানের জোট। দলকে জয়ের বন্দরে রেখেই সাজঘরে ফিরেন ৬ চারে ৩০ রান করা শাকিল। এরপর তার দেখানো পথে হাঁটেন সরফরাজ আহমেদ। তবে অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন ইমাম-উল-হক। তাতেই ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ৪ চার ও ১ ছক্কায় ইমাম অপরাজিত থাকেন ৫০ রানে। শ্রীলঙ্কার পক্ষে প্রবাথ জয়সুরিয়া নেন ৪ উইকেট। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷