ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বৃষ্টিস্নাত ওল্ড ট্রাফোর্ডে ল্যাবুশেনের শতক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩ ০৫:৫২

দেশের বাইরে অবশেষে শতকের দেখা ল্যাবুশানের। গেটি ইমেজ দেশের বাইরে অবশেষে শতকের দেখা ল্যাবুশানের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ চলমান ম্যানচেস্টার টেস্টে দাপট দেখিয়ে চালকের আসনেই ছিল স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু চর্তুথ দিনের বেরসিক বৃষ্টি সেই দাপটে দিয়েছে অনেকটাই ভাটা। তাতেই ড্রয়ের পথে এগুচ্ছে ম্যানচেস্টার টেস্ট। বৃষ্টির দাপটে চর্তুথ দিনে খেলা হয়েছে মাত্র এক সেশন, সেঞ্চুরি তুলে নেওয়া মার্নাস ল্যাবুশেনের সেঞ্চুরিতে ৬১ রানে পিছিয়ে থেকে করেছে দিনের খেলা শেষ।

বেরসিক বৃষ্টিতে ম্যানচেস্টারে কোন বল মাঠে না গড়িয়ে দু'দল যায় লাঞ্চ বিরতিতে। এরপর বৃষ্টি থামলে দ্বিতীয় সেশনে শুরু হয় খেলা। ৪ উইকেটে ১১৩ রান নিয়ে চর্তুথ দিনের খেলা শুরু করে অজিরা। দিনের শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নেন মার্নাস ল্যাবুশেন। মিচেল মার্শকে নিয়ে এই অজি তারকা পার করেন দলীয় দেড়শ। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। 

দিনের শুরু থেকেই ওয়ানডে মেজাজে রান তুলতে থাকা ল্যাবুশেন তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। যদিও সেঞ্চুরির পর খুব একটা স্থায়ী হয়নি ল্যাবুশেনের ইনিংস। চা বিরতিতে যাওয়ার ঠিক আগ মূহুর্তেই তিনি হারান খেই। জো রুটের শিকার হয়ে ১০ চার ও ২ ছক্কায় ল্যাবুশেন ফিরেন ব্যক্তিগত ১১১ রান করে। ল্যাবুশেনের বিদায়ে ভাঙে মার্শের সঙ্গে শতাধিক রানের জোট। এরপর চা বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়াকে আর কোন বিপদে পড়তে দেয়নি মিচেল মার্শ ও ক্যামেরুন গ্রিন। 

চা বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ করে ২১৫ রান। এরপর ফের ম্যাচে হানা দেয় বৃষ্টি, ফলে চর্তুথ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে দুই অন ফিল্ড আম্পায়ার। ৪ চারে ৩১ রানে অপরাজিত থাকেন মিচেল মার্শ। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷