ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বৃষ্টিতে ভাসলো ওল্ড ট্রাফোর্ড, অ্যাশেজ থাকল অজিদের ঘরে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩ ০৫:৩১

প্রতিকূল আবহাওয়ার বিপক্ষে পেরে উঠল না স্টোকসরা। গেটি ইমেজ প্রতিকূল আবহাওয়ার বিপক্ষে পেরে উঠল না স্টোকসরা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ অ্যাশেজে টিকে থাকতে ম্যানচেস্টার টেস্টে জিততেই হতো স্বাগতিক ইংল্যান্ডকে। সিরিজে সমতা ফেরানোর টেস্টে শুরুটাই দারুণ ছিল তাদের। প্রথম ইনিংসে বোলিং-ব্যাটিংয়ে দাপট দেখানো ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসেও অজিদের রেখেছিল ভীষণ চাপে। কিন্ত ম্যানচেস্টারে যে বেন স্টোকসরা প্রতিপক্ষ হিসেবে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষেই মাঠে নামেনি, নেমেছে প্রতিকূল আবহাওয়ার বিপক্ষেও। শেষ পর্যন্ত বৃষ্টির সঙ্গে আর পেরে উঠল না স্বাগতিকরা।

ওল্ড ট্রাফোর্ড টেস্টের চর্তুথ দিনে এক সেশন খেলা মাঠে গড়ালেও, পঞ্চম ও শেষ দিনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। ফলে চলমান অ্যাশেজের চতুর্থ টেস্ট হয়েছে ড্র। আর তাতেই অ্যাশেজ ধরে রাখাও নিশ্চিত হয়েছে সফরকারী অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের পর থেকে অ্যাশেজ জয়ের অপেক্ষা আরেকটু দীর্ঘ হলোই ইংলিশদের। 

সংক্ষিপ্ত স্কোর: ম্যানচেস্টার টেস্ট

 

অস্ট্রেলিয়ার (১ম ইনিংস): ৩১৭/১০

ল্যাবুশেন ৫১, মার্শ ৫১;

ওকস ৫/৬২, ব্রড ২/৬৮।

 

ইংল্যান্ড (১ম ইনিংস): ৫৯২(১০)

ক্রলি ১৮৯, বেয়ারেস্টো ৯৯*;

হ্যাজেলউড ৫/১২৬, গ্রিন ২/৬৪।

 

অস্ট্রেলিয়া (২য় ইনিংস): (২১৪/৫)

ল্যাবুশেন ১১১, মার্শ ৩১*;

উড ৩/২৭।

 

ফলাফল: ম্যাচ ড্র



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷