ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

আবরার-নাসিমের তোপে কোনঠাসা শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩ ০৪:১০

১৬৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। গেটি ইমেজ ১৬৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ কলোম্বোতে শুরু হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট। আবরার ও নাসিমের দাপুটে বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৬৬ রানে অলআউট করে দিয়ে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে পাকিস্তান। ইংল্যান্ডের ‘বাজবলের’ পাক ভার্সনে (পাকবল) প্রথম দিনেই পাকিস্তান রান তুলেছে ওভারপ্রতি ৫ এর বেশি করে। তাতেই প্রথম দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে প্রথম ইনিংসে মাত্র ২১ রানে পিছিয়ে তারা।

কলোম্বোতে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই রান আউটে কাটা পড়েন ওপেনার নিসান মাধুশকা। এরপর নাসিম-শাহিনের আগাতে বোর্ডে ৩৬ রান তুলতেই আরও ৩ উইকেট হারিয়ে বসে তারা। পঞ্চম উইকেট জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। 

এই জুটিতে ভর করেই দলীয় একশ পার করে শ্রীলঙ্কা। ৪ চারে ৩৪ রান করা চান্দিমালকে ফেরান নাসিম শাহ। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন ধনাঞ্জয়া। এরপর তাসের ঘরের মতোই ভেঙেছে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। তাতেই প্রথম ইনিংসে লঙ্কানরা গুটিয়ে যায় মাত্র ১৬৬ রানে৷ ৯ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা। এছাড়া শেষ দিকে রমেশ মেন্ডিস করেন ২৭ রান। পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ নেন ৪ উইকেট, নাসিম শাহ নেন ৩ উইকেট। 

১৬৬ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ইমাম-উল-হকের উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে শান মাসুদকে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক। দু'জনই ওভারপ্রতি প্রায় ৬ করে তুলতে থাকেন রান। তাতেই মাত্র ৯ ওভারের মাথায় পাকিস্তান পেরোয় দলীয় পঞ্চাশের গণ্ডি। 

এরপরও থেমে থাকেনি পাকিস্তানের রান তোলার চাকা। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন দু'জন। দলীয় ১২১ রানের মাথায় ৫১ রান করা শান মাসুদের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর আব্দুল্লাহ শফিককে সঙ্গ দেন অধিনায়ক বাবর আজম। এই দু'জনের ব্যাটে দিনের বাকি সময়টায় আর কোন উইকেট হারায়নি পাকিস্তান।

আলোকসল্পতার কারণে দিনের খেলা শেষ করার আগে পাকিস্তান সংগ্রহ করেছে ২ উইকেট ১৪৫ রান। ৭ চার ও ২ ছক্কায় আব্দুল্লাহ শফিক অপরাজিত আছেন ৭৪ রানে। শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো নেন ২ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷