ম্যানচেস্টার, পোর্ট অব স্পেন ঘুরে বৃষ্টি বাগড়া কলম্বোয়
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩ ০৩:১৭

নট আউট ডেস্কঃ ম্যানচেস্টার টেস্টের শেষ দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ড্র হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। গতকাল পোর্ট অব স্পেনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনের চিত্রও ছিল একই। বৃষ্টি খেলাও হয়নি, তাই সেটিও হয়েছে ড্র। ম্যানচেস্টার, পোর্ট অব স্পেন ঘুরে মুশলধারা বৃষ্টিতে হয়েছে শ্রীলঙ্কার কলম্বোতেও। তাতেই স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রায় পুরোটাই গেছে বৃষ্টির পেটে।
বৃষ্টি বাগড়া কলম্বোতে এদিন খেলা হয়েছে মাত্র ১০ ওভার। ২১ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা পাকিস্তান, বাবর-শফিকের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটিতে নিয়েছে ১২ রানের লিড। শফিক অপরাজিত আছেন ৮৭ রানে, বাবরের ব্যাট থেকে এসেছে ২৮ রানে।
কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দিয়েছিল বৃষ্টি বাগড়া। যদিও বৃষ্টি আবার থেমেও যায়, তবে সে সময়ও মাঠ ভেজা ছিল। আবার মাঠ শুকানোর আগেই নামে বৃষ্টি। লাঞ্চের পর কিংবা চা-বিরতির আগে মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ সেশনে এসে বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করে তোলার মতো সময় ছিল না আর। ফলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই অন ফিল্ড আম্পায়ার।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: