ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ খেলার ইচ্ছে নেই স্টোকসের, ভাবনায় অস্ত্রোপচার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩ ২০:৩৮

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। গেটি ইমেজ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন বেন স্টোকস। এমনকি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে দারুণ এক ফিফটি হাঁকিয়ে ইংলিশদের চ্যাম্পিয়ন করতে স্টোকস রাখেন মূখ্য ভূমিকা। যদিও শারীরিক ও মানসিক ধকল সামলাতে গত বছরের জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এরপর বার কয়েক আলোচনা হলেও, স্টোকস স্রেফ জানিয়ে দিয়েছেন ওয়ানডে ক্রিকেটে ফেরার ইচ্ছে নেই তার খুব একটা।

আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের। অ্যাশেজে শেষেই ইংল্যান্ড দলও শুরু করবে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি। বলা যায় এই সময়টায় ক্রিকেট দুনিয়া ক্রমেই কাঁপতে থাকবে বিশ্বকাপ জ্বরে। তবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার কোনো ইচ্ছে তার নেই। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্টোকস শো মিস করবেন সমর্থকরা।

চলমান অ্যাশেজ শেষে তাই ছুটিতে যাচ্ছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ওয়ানডেতে না ফেরার বার্তা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমি অবসরপ্রাপ্ত (ওয়ানডেতে) এই ম্যাচের পর আমি ছুটিতে যাচ্ছি এবং আপাতত ভাবনায় শুধু এটাই আছে।’

অবশ্য ছুটি কাটানোর পাশাপাশি স্টোকসের ভাবনায় রয়েছে নিজের পুনর্বাসন প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে ভুগতে থাকা হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচার করাতে এই সময়টাকে বেছে নিয়েছেন তিনি। হাঁটুর চোটের কারণে চলমান অ্যাশেজেও দ্বিতীয় টেস্টের পর থেকে পুরোদস্তুর ব্যাটার হিসেবে খেলছেন স্টোকস।

এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটার (হাঁটুর) একটা সমাধান আমি অবশ্যই করতে চাই। এমনিতে ক্রিকেট চলার সময়ই বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ দেখিয়েছি এবং এই ধরনের কাজ করেছি। মোটামুটি সামলানো সম্ভব বলেই আমরা চালিয়ে গেছি।’

‘তবে এখন (অ্যাশেজ শেষে) চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ এই আলোচনার উপযুক্ত একটা সময় যে, হাঁটুর দুর্ভাবনা বাদ দিয়ে বোলিং করতে হলে আমি কী করতে পারি। এই বিরতির সময়টায় এসব নিয়ে আলোচনা করব।’ যোগ করে বলেছেন স্টোকস। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷