ওভালে প্রথম দিনে দাপট অজিদের
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩ ১৬:৩৩

নট আউট ডেস্কঃ ওভালে শুরু হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারনী পঞ্চম ও শেষ টেস্ট। আর প্রথম দিনেই ওভালে দাপট দেখিয়েছে সিরিজে এগিয়ে থাকা অজিরাই। প্রথম দিনেই ইংল্যান্ডকে ২৮৩ রানে গুটিয়ে দিয়ে, ৬১ রান তুলে দিন শেষ করেছে তারা। পিছিয়ে এখনও ২২২ রানে।
কেনিংটন ওভালে এদিন টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অজি অধিনায়ক প্যাট কামিন্স। আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা হয় উড়ন্ত। দ্রুত রান তুলেই দুই ওপেনার গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপর চার রানের ব্যবধানে দুই ওপেনারই ফিরেন সাজঘরে। ৩ চারে ৪১ রান করা ডাকেটের বিদায়ের পর, ৩ চারে জ্যাক ক্রোলি ফিরেন ২২ রান করে।
চারে নামা জো রুটও ফিরে যান দ্রুতই। চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরেন মঈন আলি ও হ্যারি ব্রুক। এই দু'জনের ব্যাটে বিপর্যয় কাটিয়ে উঠে ইংল্যান্ড। লাঞ্চের আগেই দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপর জীবন পাওয়া হ্যারি ব্রুক ৪৪ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। চর্তুথ উইকেট জুটিতে ইংল্যান্ড পায় শতাধিক রানের জোট।
৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করা মঈন আলির বিদায়ে ভাঙে এই জুটি। বেন স্টোকস, বেয়ারেস্টোরাও এদিন করতে পারেনি খুব একটা সুবিধা। অন্যপ্রান্তে দারুণ ব্যাট করতে থাকা হ্যারি ব্রুক ছুটছিলেন শতকের দিকেই। কিন্তু শতক থেকে ১৫ রান দূরে থাকতে ফিরেন স্টার্কের শিকার হয়ে। ফেরার আগে ১১ চার ও ২ ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৮৫ রান। শেষ দিকে মার্ক উড ও ক্রিস ওকসের ব্যাটে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ পায় ইংল্যান্ড।
শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ২৮৩ রানে। ৪ চার ও ১ ছক্কায় ক্রিস ওকস খেলেন ৩৬ রানের ইনিংস। ৫ চারে মার্ক উড করেন ২৮ রান। অস্ট্রেলিয়ার পক্ষে ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। জস হ্যাজেলউড ও মারফির শিকার ২ উইকেট করে।
২৮৩ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া পায় উড়ন্ত। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে খেই হারান ডেভিড ওয়ার্নার। তাতেই ভাঙে উসমান খাজার সঙ্গে ৪৯ রানের উদ্বোধনী জোট। ফেরার আগে ৩ চারে ওয়ার্নার করেন ২৪ রান। এরপর দিনের বাকি সময়টা কোন মতে কাটিয়ে দেন মার্নাস ল্যাবুশেন ও উসমান খাজা।
শেষ পর্যন্ত প্রথম দিনে ১ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। পিছিয়ে এখনও ২২২ রানে। ৪ চারে ২৬ রান করেন উসমান খাজা।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: